গত বছর আমেরিকা সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি সেই সময় বলেছিলেন ভারতীয় মহাকাশচারী ইউএস মিশনের অংশ হিসাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাবেন। ইসরো এবার স্পেস ফ্লাইট চুক্তি করেছে এক্সিওম স্পেসের সঙ্গে। সেক্ষেত্রে গ্রুপ ক্য়াপ্টেন প্রশান্ত নায়ার ও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এই মিশনে অংশ নেবেন। ইসরোর হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার সুপারিশ করেছে যে শুক্লা হবেন প্রাইম মিশন পাইলট আর নায়ার ব্যাক আপ হিসাবে থাকবেন। তবে মাল্টিল্যাটারাল ক্রু অপারেশনস প্যানেল শেষ ছাড়পত্র দেবে । এদিকে ভারতের গগনযান মহাকাশ মিশনের অন্যতম ছিলেন এই গ্রুপ ক্য়াপ্টেন প্রশান্ত নায়ার ও গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। অগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই নির্বাচিত মহাকাশচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। এই কর্মসূচির আওতায় তাঁরা একাধিক বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত থাকবেন। প্রযুক্তিগত নানা প্রদর্শনের সঙ্গে যুক্ত থাকবেন। ইসরো জানিয়েছে, এই কর্মসূচির মাধ্য়মে ভারতের হিউম্যান স্পেস প্রোগ্রামকে আরও শক্তিশালী করা হবে। সেই সঙ্গেই ইসরো ও নাসার মধ্যে সমণ্বয়কে আরও বৃদ্ধি করা হবে। সেই সঙ্গেই এই কর্মসূচিতে ভারতের অংশগ্রহণ একটা তাৎপর্যপূর্ণ মাইলস্টোন হিসাবে বিবেচিত করা হবে। জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য এই পদক্ষেপ।
Related Posts
৫ তারা হোটেলে রাজনৈতিক নেতার সঙ্গে গোপন বৈঠক, ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ছাত্র সমাজের সায়ন লাহিড়ি
নবান্ন অভিযানের ডাক দেওয়া ছাত্র সমাজ সংগঠনের অন্যতম প্রধান মুখ সায়ন লাহিড়িকে গ্রেফতার করল পুলিশ৷ গতকালই তাঁকে আটক করা হয়৷ আজ তাঁকে গ্রেফতার করা হয়েছে৷ আজই সায়নকে আদালতে পেশ করা হবে৷ পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানের নামে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের অভিযোগেই সায়ন লাহিড়িকে গ্রেফতার করা হয়েছে৷ গতকাল নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কলকাতা, […]
বিজেপি-তে যোগ দিলেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়
ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিলেন মুম্বইয়ের টেলিভিশন তারকা ‘অনুপমা’ রূপালি গঙ্গোপাধ্যায়। বুধবার, ১ মে, নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ খবরে শিলমোহর দেওয়া হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে বাঙালি অভিনেত্রী বলেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং […]