নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করল পুলিশ ৷ ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) সূত্রে খবর, ঝাড়খণ্ডের লোহারদাগা-সহ ১৪টি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷ তাতে এই আল কায়েদা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের স্লিপার সেল ধরা পড়েছে ৷ ঝাড়খণ্ড পুলিশের কাছে খবর ছিল, রাজ্যে আল কায়েদা জঙ্গির স্লিপার সেল এবং ১২ জন জঙ্গি রয়েছে ৷ তারপরই তৎপর হয় ঝাড়খণ্ড পুলিশ ৷ জঙ্গি দমন শাখা তল্লাশি অভিযান চালিয়ে ৭ জন জঙ্গিকে গ্রেফতার করে ৷ ঝাড়খণ্ডের রাঁচি, লোহারদাগা, গোড্ডা, হাজারিবাগ-সমেত ১৪টি জায়গায় একসঙ্গে তল্লাশি চালানো হয় ৷সূত্রের খবর, এই তল্লাশি অভিযানে জঙ্গিদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছে ঝাড়খণ্ডের এটিএস ৷ তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রগুলি একে-৪৭-এর মতো ৷ কিন্তু সেগুলি যথার্থই একে-৪৭ কি না, তা নিশ্চিত জানা যায়নি ৷ঝাড়খণ্ডে আল কায়েদার একটি বড় নেটওয়ার্ক তৈরি হচ্ছে ৷ এই খবর পুলিশ ও গোয়েন্দা বিভাগের কাছে আসতেই পুলিশের উচ্চস্তরীয় আধিকারিকদের যৌথ দল বুধবার গভীর রাতে বৈঠক করে ৷ এরপরই ঝাড়খণ্ড পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড তল্লাশি অভিযান চালায় ৷ এরপর এই আল কায়েদার স্লিপার সেল গ্রেফতার করে, যা বড়সড়ো সাফল্য বলেই মনে করছে পুলিশ ৷ লোহারদাগার কুডু থানা এলাকায় তল্লাশি চালায় এটিএস ৷ এখান থেকে এক জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ ৷ তার কাছে দু’টি অস্ত্র পাওয়া গিয়েছে ৷ সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক শ্রদ্ধা কেরকট্টা এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ এসডিপিও জানিয়েছেন, এটিএস দল হেনজালা থেকে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ৷ এর বেশি কোনও তথ্য দিতে চায়নি পুলিশ ৷
Related Posts
‘অবিলম্বে কাজে ফিরুন’, আন্দোলনরত চিকিৎসকদের বার্তা সুপ্রিমকোর্টের
আরজি করের ঘটনায় সুবিচারের দাবিতে কর্মবিরতির পথে হাঁটছেন চিকিৎসকদের একাংশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই মামলার শুনানিতে চিকিৎসকদের অবিলম্বে কাজে ফেরার বার্তা দেয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আশ্বাস দেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনও শাস্তিমূলক পদক্ষেপ না করা হয়, সেই বিষয়টির উপর নজর থাকবে। সুপ্রিম কোর্টে এ দিন আরজি কর মামলার শুনানি হয় প্রধান […]
অরুণাচলে ধসের জেরে বিচ্ছিন্ন জাতীয় সড়ক, বিকল্প যাতায়াতের পরিকল্পনা
অরুণাচল প্রদেশে ভূমিধসের কারণে দিবাং উপত্যকার হুনলি এবং অনিনির মধ্যে জাতীয় সড়ক ৩১৩ ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা ভারি বর্ষণে পাহাড়ি জেলার এই সড়কে গতকাল ভূমিধসের ঘটনা ঘটেছে। এর জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দিবাং উপত্যকা জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই মহাসড়কটি ভারত-চীন সীমান্ত থেকে প্রায় ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত দিবাং উপত্যকায় […]
লোহা গলানোর সময় বিস্ফোরণ, নিহত ৩
আলিগড়ের তালানগরী এলাকায় বলকামেশ্বর নামের একটি কারখানায় স্থাপিত চুল্লিতে লোহা গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এ সময় কারখানায় ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানায় আগুন ধীরে ধীরে ভয়াবহ রূপ নেয়। আগুন লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। অর্ধশতাধিক মানুষ গুরুতর আহত বলে জানা গেছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের স্বজনরা […]