নেপালে ৪০জন যাত্রী নিয়ে নদীতে পড়ল বাস, মৃত কমপক্ষে ১৪

নেপালের নদীতে পড়ল ভারতের যাত্রীবোঝাই বাস। শুক্রবার পড়শি দেশের তানাহুন জেলার মারসাঙ্গি নদীতে ৪০ জন যাত্রীকে নিয়ে পড়ে যায় বাসটি। তানাহুন জেলা পুলিশের DSP বলেন, ‘উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো এই বাসটি নদীতে পড়ে যায়। এটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিলেন। দুর্ঘটনার কমপক্ষে ১৪জনের মৃত্যু হয়েছে।

error: Content is protected !!