শনিবার ভোররাতে পুলিশের হাত থেকে বাঁচতে ধিং এলাকার স্থানীয় একটি পুকুরে ঝাঁপ দেয় সে। পুকুরেই ডুবে মৃত্যু হয় অভিযুক্ত তফজ্জুল ইসলামের। অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধিং এলাকার ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণে মূল অভিযুক্ত ছিল এই তাফজ্জুল ইসলাম। এ দিন ভোররাতে তাকে পুকুর পাড়ে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করছিল পুলিশ। সে সময় আচমকাই পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। পুলিশের হাত থেকে বাঁচতে ওই পুকুরেই ঝাঁপ দেয় তফজ্জুল। তারপর আর তাকে বাঁচানো যায়নি। ডুবে মৃত্যু হয় তার। ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে ঘণ্টা দুয়েকের মধ্যে তফজ্জুলের দেহ উদ্ধার করে পুলিশ। প্রসঙ্গত, শুক্রবারই অসমের নওগাঁ জেলার ধিং এলাকার এক ১৪ বছরের নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয় এই পুকুরের পাড়েই অর্ধচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করা হয়। তার শরীরে একাধিক চোট ছিল। দেহও ছিল অনাবৃত। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দ্রুত মেয়েটিকে উদ্ধার করে ধিংয়ের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
Related Posts
ত্রিপুরায় কার্যত ‘ভগবান রামের’ নামেই ভোট চাইলেন প্রধানমন্ত্রী মোদি
বুধবার ত্রিপুরায় এসে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যত “ভগবান শ্রী রাম চন্দ্রের”-এর নামেই বিজেপি প্রার্থীদের জন্য ভোট চাইলেন ! ভাষণমঞ্চ থেকেও “রামলালার জন্য” ত্রিপুরা থেকে দুটি পদ্ম (দুটো আসন) পাঠানো হবে বলে ঘোষণা করা হয়। প্রথম দফা ভোটের প্রচার শেষ হওয়ার আগে অসমের নলবাড়িতে সভা করে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্যভিত্তিক “বিজয় শঙ্খনাদ মহাসমাবেশ”-এ সংক্ষিপ্ত ভাষণ […]
আজ জম্মু-কাশ্মীরের ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফার ভোট গ্রহণ চলেছে, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ২৬ শতাংশ
এক দশকের অপেক্ষার অবসান। আজ জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোট। বিধানসভার ৯০টির মধ্যে প্রথম দফায় ২৪টি আসনে নির্বাচন। জম্মু অঞ্চলের তিনটি এবং কাশ্মীরের চারটি জেলায় ভোটগ্রহণ। প্রথম দফায় দক্ষিণ কাশ্মীর অঞ্চলের ১৬টি আসনে এবং জম্মু অঞ্চলের ৮টি আসনে ভোট হচ্ছে। প্রায় ২৩.২৭ লক্ষ ভোটার ২১৯ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি, […]
জেল থেকে বেরিয়েই পুরোদমে ভোটের প্রচারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
শুক্রবারই অন্তবর্তীকালীন জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কোজরিওয়াল। সামনেই নির্বাচন। তাই সময় নষ্ট না করে শনিবার থেকেই পুরোদমে নির্বাচনী প্রচারে বেরিয়ে পড়েছেন তিনি। ২৫ মে ভোট রয়েছে দিল্লিতে। শনিবার সকালে হনুমান মন্দিরে পুজো দিয়ে আপের দপ্তরে সাংবাদিক সম্মেলন রয়েছে তাঁর। বিকেল চারটে নাগাদ দক্ষিণ দিল্লিতে রোড শো করবেন দিল্লির মুখ্যমন্ত্রী। ছ’টা নাগাদ […]