টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা। শনিবার দুপুরে আকাশ কালো করে আসে। বৃষ্টিতে বেশ কিছু ব্যস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়ে। যানজটে ভোগান্তি পথচলতি মানুষের। সপ্তাহের শেষ দিন ভুগতে হয় অফিসযাত্রীদেরও। শনিবার কলকাতা পুরসভার কন্ট্রোল রুম পরিদর্শন করেন মেয়র ফিরহাদ হাকিম। পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। দ্রুত জল সরানোর নির্দেশ দেন তিনি। শনিবার টানা বৃষ্টিতে শহরের অনেক রাস্তায় দাঁড়িয়ে থাকা জল সরতে দেরি হয়েছে। শনিবার, ধর্মতলা, স্ট্র্যান্ড রোড, বিধান সরণি, ঠনঠনিয়া কালীবাড়ি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, বেহালার আনন্দপুরে হাঁটুজল জমে যায়। বৃষ্টিতে যানবাহনের গতিও কমে যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে পুরসভার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, “একটা ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। অনেক ক্ষেত্রেই গালিপিট বন্ধ আছে। তাই বেশ কিছু রাস্তায় জল জমেছে। কিছু রাস্তা বন্ধ হয়ে আছে। স্থানীয় গ্যাংদের নামিয়ে পরিষ্কার করছে পুরসভা। ভারী বৃষ্টি আসছে। সেই সময় গঙ্গায় জোয়ার থাকবে। ভাঁটা থাকলে দু-তিন ঘণ্টার মধ্যে শহরের জল নেমে যাবে।”
Related Posts
কলকাতায় ভরসন্ধেয় ব্যবসায়ীকে ‘কুপিয়ে খুন’!
খাস কলকাতায় এবার ব্য়বসায়ী ‘কুপিয়ে খুন’! রাস্তা থেকে উদ্ধার হল ক্ষতবিক্ষত দেহ। সূত্রে খবর, নিহত ব্যবসায়ীর নাম আরিফ খান। তপসিয়া রোডের জড়িবুটি গলির বাসিন্দা ছিলেন তিনি। আজ, শুক্রবার সন্ধ্যায় আনন্দপুরের উত্তর পঞ্চান্ন গ্রামে কাজে এসেছিলেন আরিফ। অভিযোগ, রাস্তাতেই তাঁর উপর চড়াও হয় আব্বাস নামে এক পরিচিত যুবক। সঙ্গে ছিল আরও দু’জন। তাদের পরিচয় অবশ্য জানা […]
রবিবার পর্যন্ত পুলিশকে সময়, কিনারা না হলে আর জি কর কাণ্ডের তদন্তভার দেওয়া হবে সিবিআইকে: মুখ্যমন্ত্রী
নিহত ডাক্তারের বাড়িতে সোমবার সকালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে দেখা করে জানালেন সমবেদনা। দ্রুত বিচারের আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এদিন নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রবিবারের মধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত করতে না পারলে সিবিআইকে স্থানান্তরিত করা হবে। আর জি কর কাণ্ডের কিনারা করার জন্য কলকাতা পুলিশকে আগামী রবিবার পর্যন্ত সময় বেঁধে […]
ছাত্রদের কোনও দোষ নেই, আরজি কর হাসপাতালে হামলা চালিয়েছে রাম-বাম ‘জোট’!
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে টি পার্টিতে ঢুকেই সরাসরি রাজভবনের বাইরের বারান্দায় চলে যান মুখ্যমন্ত্রী। গতকালের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘কাদের উপর রাগ’ কড়া ভাষায় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। বাম-রামের প্রসঙ্গ টেনে বিজেপি এবং সিপিআইএমকে একহাত নিলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গেই রাজভবনে গিয়েছেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং কলকাতা পৌরসভার […]