সমাজবাদী পার্টির নেতা অখিলেশ সিং যাদবের বাড়িতে গিয়ে বৈঠকের পরেই ফের বৈঠকে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বার আম আদমি পার্টি (আপ)-র সঙ্গে। বৃহস্পতিবার বেলার দিকে দিল্লিতে অভিষেকের বাড়িতে যান অরবিন্দ কেজরীওয়ালের দলের দুই শীর্ষনেতা সঞ্জয় সিংহ এবং রাঘব চড্ডা। তিন নেতা বৈঠক করেন। তবে দু’টি বৈঠক প্রসঙ্গে তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এগুলি ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’। তবে ভোটের পর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল কোনও সমীকরণ তৈরি হচ্ছে কি না, তা নিয়ে একাংশের মধ্যে জল্পনা শুরু হয়েছে। বুধবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে ‘ইন্ডিয়া’র বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রায় সব শরিক দলের নেতারা। তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ হঠাৎই দিল্লিতে অখিলেশের বাড়ি পৌঁছে যান অভিষেক। বাড়ির প্রবেশদ্বারের বাইরে বেরিয়ে অভিষেককে স্বাগত জানান মুলায়ম-পুত্র। কাঁধে হাত রেখে নিয়ে যান বাড়ির ভিতরে। তার পর দুই নেতার মধ্যে প্রায় ৪০ মিনিট ধরে বৈঠক হয়। তবে বৈঠকের নির্যাস নিয়ে দু’পক্ষই কিছু জানায়নি। অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনও। উল্লেখ্য, কংগ্রেসের পরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে সবচেয়ে বেশি আসন এনে দিয়েছে অখিলেশের দল সমাজবাদী পার্টি। লোকসভায় উত্তরপ্রদেশে ৩৭টি আসন জিতেছে তারা। তার পরেই রয়েছে ২৯টি আসন পাওয়া তৃণমূল।
Related Posts
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ কেজরিওয়াল
স্বেচ্ছায় পদত্যাগ করলেন অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার ঠিক বিকেল ৪টে নাগাদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র জমা দেন তিনি। দিল্লির নয়া মুখ্যমন্ত্রী হবেন আতিশি। সদ্যই শর্তসাপেক্ষ জামিনে তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জেল থেকে বেরিয়েই চমক দেন তিনি। দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়ালের ঘোষণা, ‘আমি দু’দিন পর দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেব। মানুষের […]
তামিলনাড়ু বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, চিকিৎসাধীন ১১৮
তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে বিষমদ পান কাণ্ডে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ চিকিৎসাধীন ১১৮ জন ৷ এদের মধ্যে ৩০ জনের অবস্থা সঙ্কটজনক ৷ অসুস্থদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নজর রাখছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের কথা ঘোষণা করেছেন […]
দেশ জুড়ে তৃতীয় দফায় ভোট পড়ল ৬১ শতাংশ, বাংলার ৪ কেন্দ্রে ৭৪ শতাংশ
তৃতীয় দফার ভোটগ্রহণ বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, শরদ পাওয়ার থেকে মহারাষ্ট্রে বিরোধী এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে থেকে বাংলার মহুয়া মৈত্র, রীতেশ দেশমুখ থেকে জেনেলিয়া ডিসুজা-রা এই দফায় ভোট দিলেন। তৃতীয় দফায় রাত আটটা পর্যন্ত দেওয়া হিসেবে দেশে ভোট পড়ল ৬১.৪৫ শতাংশ। এবার এই […]