দুর্ঘটনার শিকার টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ক্রিস্টেল ডিসুজা৷ সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, যা দেখে স্বভাবতই মন খারাপ ভক্তদের৷ ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন অভিনেত্রী৷ হাঁটুতে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো৷ জিমে শরীরচর্চা করতে গিয়েই হাঁটুতে চোট পেয়েছেন অভিনেত্রী৷ অভিনেত্রীর আহত হওয়ার খবর শুনে সকল অনুরাগীরাই চিন্তিত হয়ে পড়েছেন৷ সংবাদমাধ্যম সূত্রের খবর, জিমে গিয়ে শরীরচর্চা করার সময়েই হাঁটুতে আঘাত পেয়েছেন তিনি৷ রোজ যেমন জিমে যান তেমনটাই গিয়েছিলেন৷ শরীরচর্চা করতে করতেই হাঁটুতে ব্যথা অনুভব করেন৷ সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা শুরু করা হয়৷ টিউব লাগানো পায়ের ছবি পোস্ট করে সঙ্গে নিজের হেলথ আপডেট দিয়ে অভিনেত্রী বলেন, এই সাপোর্টটা আমাকে শান্তি দিল৷ পাশাপাশি ওষুধের ছবি দিয়ে ঘৃণার কথা উগরে দিয়েছেন তিনি৷
Related Posts
চার হাত এক হল শোভন-সোহিনীর
অবশেষে চার হাত এক হল শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকারের। সোহিনী নিজের ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করেছেন। অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।’ জানা গিয়েছে, ১৫ জুলাই, সোমবার দক্ষিণ ২৪ পরগণার এক রাজবাড়িতে আইনি মতে বিয়ে সারেন শোভন-সোহিনী। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সোহিনীর পরনে ছিল মেরুন রঙের বেনারসি। গা-ভর্তি সাবেকি […]
বকেয়া ১১ কোটির লোন, অভিনেতা রাজপাল যাদবের বাড়িতে তালা ঝোলাল রাষ্ট্রায়ত্ত ব্যাংক
ছবি বানানোর জন্য ব্যাঙ্ক থেকে ১১ কোটি টাকার ঋণ নিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি রাজপাল যাদব। আর তারপরই তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। জানা গিয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজপাল যাদবের উত্তর প্রদেশের শাজাহানপুরের কাছারির কাছে অবস্থিত শেঠ এনক্লেলেভ কলোনির বাড়িতে তালা ঝুলিয়ে দিয়েছে। তিনি নাকি এই ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সেটা […]
শাহরুখের গানে নাচল মুকেশ আম্বানি, অনন্ত-রাধিকার সঙ্গীতে চাঁদের হাট
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট তাদের সংগীত অনুষ্ঠান জমজমাট। জাস্টিন বিবারের ৮৩ কোটির পারফরম্যান্সের চর্চাকে ছাপিয়ে গেল শাহরুখের ওম শান্তি ওমের গানে আম্বানি পরিবারের নাচের ভিডিও সামনে আসতেই! আর এই গানের সঙ্গে পা মেলানোর সময় নিজের ভরতনাট্যম পারদর্শিতাও প্রদর্শন করেন মুকেশ-পত্নী। আম্বানি পরিবারের সঙ্গে তিনি যখন নাচছিলেন, তখন সেখানে উপস্থিত সকলেই তাঁর হয়ে গলা ফাটিয়েছেন। […]