আমুলের পর এবার দুধের দাম বাড়িয়েছে মাদার ডেইরিও। ৩ জুন থেকে প্রতি লিটার দুধের দাম ২ টাকা বাড়িয়েছে সংস্থাটি। এই বৃদ্ধির পর, এখন মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধের দাম বেড়েছে প্রতি লিটারে ৬৮ টাকা, টনড দুধের দাম ৫৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৬ টাকা। মাদার ডেয়ারি দুগ্ধ খামারিদের কাছ থেকে কোম্পানির কাঁচা দুধ সংগ্রহের ব্যয় বৃদ্ধির জন্য মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেছে। মাদার ডেইরি জানিয়েছে, গত কয়েক মাসে দুধ কেনার জন্য বেশি দাম দিলেও আমরা তা বাড়াইনি। উপরন্তু, তাপ সারা দেশে দুধ উৎপাদনকে আরও প্রভাবিত করতে পারে।
Related Posts
ধূলিঝড় বিপর্যস্ত মুম্বাই, ব্যাহত বিমান, ট্রেন এবং মেট্রো চলাচল, বিলবোর্ড চাপা পড়ে মৃত ৮, আহত শতাধিক
ধূলিঝড় বিপর্যস্ত মুম্বাই। ধূলিঝড়ে তাণ্ডবে প্রকাণ্ড এক বিলবোর্ড একটি জ্বালানী স্টেশনে কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এ ঘটনায় ধ্বংস্তুপের নিচে প্রায় ২০ জন চাপা পড়েছেন। সেখানেই ৮ জন মারা গেছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে। পুলিশ জানিয়েছে, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) কয়েকটি দল ঘটনাস্থলে এসেছে এবং ধ্বংসাবশেষের নীচে আটকে থাকা জীবিতদের উদ্ধার করছে। […]
আগামী ২৫ জুলাই ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী
আগামী ২৫ জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪ দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৭ জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতেই তৃণমূল কংগ্রেসের সংসদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। ২৮ জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। ২৬ […]
প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি
প্রয়াত সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দিল্লির এইমসে তাঁর চিকিৎসা চলছিল। শ্বাসনালীতে ইনফেকশনের সমস্যায় ভুগছিলেন তিনি। সিপিআইএমের সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার প্রাক্তন এমপি সীতারাম ইয়েচুরি প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। এইমসে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার সেখানেই মারা গিয়েছেন তিনি। গত ১৯ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউমোনিয়ার মতো কিছু সমস্যা ছিল তাঁর। বুকেও কিছু […]