পঞ্চম দফা ভোটের আগে পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচারসভা সেরে গেলেন নরেন্দ্র মোদি৷ এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি৷ আগামী ৪ জুনের পরে নতুন সরকার করার অঙ্গীকারও করতেও দেখা যায় তাঁকে৷ তিনি বলেন, ‘‘৪ জুন কী হতে চলেছে দেখুন। মানুষের সুরক্ষা কবচে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে৷ ভোট ব্যাঙ্ক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে৷ তৃণমূল মা মাটি মানুষের রক্ষা করবে বলে ক্ষমতায় এসেছিল। এখন মা মাটি মানুষের ভক্ষণ করছে টিএমসি৷’’ মোদির তীব্র আক্রমণ, ‘‘কংগ্রেস ও তৃণমূল এক… কংগ্রেসের সাংসদ ও প্রার্থীদের কাছে নোটের পাহাড় পাওয়া যাচ্ছে। আমি আমার জীবনের এমন নোটের পাহাড় দেখিনি। এদের কাছে নোটের পাহাড়। তৃণমূল মন্ত্রীর কাছেও নোটের পাহাড়।’’ তিনি বলেন, ‘‘আমি ২০১৪ সালে বলেছিলাম দুর্নীতিগ্রস্তদের ধরব। ২০২৪ সালে বলছি সমস্ত দুর্নীতিগ্রস্তদের জেলে ভরব৷ আমাকে গালি দিলেও এটা করা উচিত…গ্যারান্টি দিচ্ছি ৪ জুনের পর নতুন সরকার গড়ার পর এমন দুর্নীতিগ্রস্তদের জীবন জেলে কাটবে…৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের উপরে অ্যাকশন আরও তীব্র হবে (বাংলায়)৷’’ এদিন আরও একবার দুর্নীতির টাকা সাধারণ মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী৷
Related Posts
মালদা সুজাপুরে ভোট-হিংসায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট সহ একাধিক কর্মী, অভিযুক্ত কংগ্রেস
বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর বিক্ষিপ্ত কিছু অভিযোগ করেন বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছেন তৃণমূল কাউন্সিলর-রা ৷ এই ঘটনা বাদ দিলে বেলা ৩টে পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটগ্রহণই চলছে মালদা দক্ষিণ কেন্দ্রে ৷ এবার দুষ্কৃতীদের হাতে তৃণমূলের পোলিং এজেন্ট ও কর্মীদের আক্রান্ত হওয়ার খবর সামনে এল ৷ মালদা দক্ষিণে সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের ১১৫ নং […]
মহিষাদলে ভোটের আগের রাতে বাড়ি ফেরার পথে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন
ভোট শুরুর আগেই ফের রক্ত ঝরল পূর্ব মেদিনীপুরে ৷ শুক্রবার রাতে মহিষাদলে খুন হলেন এক তৃণমূল নেতা। মৃতের নাম শেখ মইবুল (৪২)। বাড়ি মহিষাদলের বেতকুন্ডুতে। অভিযোগের তির বিজেপির দিকে। মৃত ওই তৃণমূল নেতা বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য ৷ রাতে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় […]
‘দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিত গঙ্গোপাধ্যায়’, উঠল চোর চোর স্লোগান, পালটা বিক্ষোভকারীদের হাড় ভাঙার হুঁশিয়ারি
ষষ্ঠ দফার ভোটে দফায় দফায় বিক্ষোভের মুখে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেজাজ হারালেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি। “আমাকে ঘিরলে হাড়গোড় ভাঙা হবে”, বিক্ষোভকারীদের পালটা হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শনিবার সাতসকালে অভিযোগ ওঠে হলদিয়ার দিঘাসিপুর গ্রামের মাদ্রাসা ও ঘাসিপুর বোর্ড প্রাইমারি স্কুলে গেরুয়া শিবিরের বুথ এজেন্টকে বসতে বাধা দেওয়া হচ্ছে। সেই অভিযোগ পাওয়ামাত্রই সশরীরে বুথে […]