রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় ৭ হাজার সিসিটিভির প্রয়োজন। প্রায় ৯০০টি রেস্ট রুম ও ২ হাজার সিকিউরিটির দরকার। প্রতিটি হাসপাতাল থেকে রিপোর্ট চেয়েছিল স্বাস্থ্য দফতর। সূত্রের খবর মুখ্যমন্ত্রীর দফতরেও পাঠানো হয়েছে সেই রিপোর্ট। অনেক কলেজে আবার পর্যাপ্ত সিসিটিভিও নেই, সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন মেডিক্যাল কলেজের তরফে পাঠানো স্বাস্থ্য দফতরের রিপোর্টে। স্বাস্থ্য দফতরের রিপোর্টে একাধিক মেডিক্যাল কলেজে সিসিটিভি থাকলেও তারা বাড়ানোর কথা বলেছেন। সব থেকে বেশি সিসিটিভির আবেদন এসেছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ, এসএসকেএম হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ সহ কয়েকটি হাসপাতাল থেকে। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। ওই দিনেরই একটি সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ৯ আগস্টের ভোর রাতে আরজি কর হাসপাতালের চারতলার করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয় রাই। সূত্রের খবর, যে ফুটেজ সামনে এসেছে, সেটি ৯ আগস্ট ভোর ৪.০৩ মিনিটের। ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট হাতে গলায় হেডফোন ঝুলিয়ে হাসপাতালের চারতলার ওই করিডর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়। পুলিশি তদন্তে দাবি করা হয়েছিল, ভোর চারটের পরই আরজি করের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল। সূত্রের খবর, যে সময় সঞ্জয়কে করিডর দিয়ে ঢুকতে দেখা যায়, তার মিনিট চল্লিশ পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়েও আসতে দেখা গিয়েছে। যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনও প্রকাশ্যে আসেনি।
Related Posts
বিজেপির বাংলা বনধ বাতিল চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, বুধবার সকালে শুনানি
বিজেপি ডাকা বাংলা বনধ বাতিল করতে চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করার আবেদনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।আইনজীবী সঞ্জয় দাস মামলার অনুমতি চান, তাঁকে সেই মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে জনস্বার্থ মামলার অনুমতি দেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মঙ্গলবার সময় […]
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী
নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে শুক্রবার দিল্লিতে উড়ে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে উড়ে যাওয়ার আগে বাজেট, বাংলা ভাগের পক্ষে বিজেপি নেতাদের পক্ষে সওয়াল-সহ একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দিল্লি উড়ে যাওয়ার আগে বাজেট প্রসঙ্গে মমতা বলেন, “বাজেটে যেভাবে বাংলা-সহ বিজেপি বিরোধী দল শাসিত রাজ্যগুলিকে বঞ্চিত করা […]
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, পাশের হার ৯০ শতাংশ
এবার পরীক্ষার ৬৯ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হল এ বছরের উচ্চ মাধ্যমিকের। ভোটের মরসুমেই ফলাফল প্রকাশিত হল। এ বছর পাশের হার ৯০ শতাংশ। বেশ কিছুদিন আগেই শিক্ষা সংসদ জানিয়েছিল, ৮ মে ২০২৪, বুধবার ফলপ্রকাশ হবে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার। চলতি বছরে গত ১৬ ফেব্রুয়ারি শুরু হয় উচ্চ মাধ্যমিক। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এ বছরের […]