অবশেষে জেল থেকে মুক্তি পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের কয়েকঘণ্টার মধ্যেই তিহাড় জেল থেকে বেরিয়ে এলেন দিল্লির মুখ্যমন্ত্রীর। জেল থেকে বেরিয়েই জনতার দরবারে দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে উপচে পড়েছিল আপ কর্মী-সমর্থকদের ভিড়। সকলের মাঝে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘আমি আপনাদের সকলকে মন থেকে ধন্য়বাদ জানাচ্ছি। কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি আমি। সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদের ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্যই আজ আমি আপনাদের সামনে আসতে পেরেছি। আপনাদের কাছে আমার একটাই আবেদন। আমাদের সকলকে একজোট হয়ে দেশেকে বাঁচাতে হবে। আমি সংঘর্ষ করছি যাতে আপনাদের বাঁচাতে পারি।’ কেজরিওয়াল জানান, শনিবার সকাল ১১টা নাগাদ তিনি দিল্লিতে হনুমান মন্দিরের সামনে সকলের সঙ্গে দেখা করবেন। হনুমানজির দর্শনের পর দুপুর ১টা নাগাদ তিনি সাংবাদিক সম্মেলন করবেন বলেও জানান। সেখান থেকে বড় ঘোষণারও ইঙ্গিত দিয়েছেন কেজরিওয়াল। গ্রেফতারির ৫০ দিন পর দিল্লির মুখ্যমন্ত্রীকে তিহাড় জেল থেকে মুক্তি দেওয়া হল। গাড়ি থেকে বেরিয়ে আসার সময় অনুগামীদের উদ্দেশে গাড়ি থেকে হাত নাড়তে দেখা যায় অরবিন্দ কেজরিওয়ালকে। হাসিমুখেই বেরিয়ে আসতে দেখা যায় তাঁকে। গাড়িতে দিল্লির মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন স্ত্রী সুনীতা। তাঁর গ্রেফতারির পর থেকেই লাইমলাইটে সুনীতা কেজরিওয়াল। জেল থেকে পাঠানো দিল্লির মুখ্যমন্ত্রীর দেশবাসীকে লেখা চিঠি পাঠ করা থেকে শুরু করে আপের হয়ে প্রচার, সবেতেই দেখা যায় তাঁকে। কেজরিওয়ালের মুক্তির দাবিতে ইন্ডিয়া জোটের একের পর এক জনসভাতেও সুনীতা কেজরিওয়ালকে সেন্টার স্টেজেই দেখা যায়। বক্তব্যও রাখেন তিনি। শুক্রবারই সুপ্রিম কোর্ট অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। আগামী ১ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের শেষ দফা পর্যন্ত জামিনে মুক্ত কেজরিওয়াল।
Related Posts
‘বিহারকে মাওবাদীদের দৌরাত্ম থেকে মুক্ত করেছেন নরেন্দ্র মোদি’, দাবি অমিত শাহের
বালুরঘাট থেকে সভা সেরে বুধবার সোজা বিহারে চলে যান অমিত শাহ। বিহারের ঔরঙ্গাবাদে আজ জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে অমিত শাহ বলেন, বিহারের এইসব অঞ্চলকে মাওবাদীদের হাত থেকে মুক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সব অঞ্চলে সন্ধেবেলায় আগে কোনও সভা হত না, এখন সেখানে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা তৈরির কথা হচ্ছে বলে জনসভা থেকে মন্তব্য করেন […]
কেন্দ্রীয় বাহিনীতে ১০ শতাংশ সংরক্ষণ, অগ্নিবীর নিয়ে বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার
‘অগ্নিবীর’ নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। প্রাক্তন অগ্নিবীরদের জন্য কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল পোস্টে থাকবে ১০ শতাংশ সংরক্ষণ। পাশাপাশি, শারীরিক দক্ষতার পরীক্ষার ক্ষেত্রেও তাঁদের ছাড় দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এই নিয়ে সেনার তরফে অবশ্য এখনও কিছু বলা হয়নি। ১১ জুলাই অগ্নিবীর ইস্যুতে মুখ খোলেন বিএসএফের ডিজি নিতিন আগরওয়াল এবং সিআইএসএফের ডিজি মীনা সিং। […]
মহারাষ্ট্রের রত্নগিরিতে নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ
রত্নগিরিতে ১৯ বছর বয়সী নার্সিং ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক করল মহারাষ্ট্র পুলিশ। তবে ধৃতদের পরিচয় জানানো হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে। ইতিমধ্যেই নির্যাতিতার জবানবন্দী রেকর্ড করেছে পুলিশ। এদিকে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। জানা গিয়েছে, দেবরুখ থেকে অটোয় ফিরছিলেন তরুণী। অভিযোগ, সেই সময় জলে মাদক মিশিয়ে তাঁকে দেন অটোচালক। তা […]