দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ আমজনতা তাঁকে সৎ সংশাপত্র দিলে, তবেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “দু’দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব ৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না ৷” দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে সেই ভোট এগিয়ে আনার প্রসঙ্গ তোলেন আপ প্রধান ৷ তিনি বলেন, “দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷” সেক্ষেত্রে দলের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয় ৷ উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী মারলেনাই এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।
Related Posts
শিশু নির্যাতনে প্রথম তিনে সবকটি বিজেপি শাসিত রাজ্য, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের উল্লিখিত পরিসংখ্যানে রীতিমতো বিপাকে গেরুয়া শিবির
আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে উত্তাল সারা রাজ্য। কিন্তু কেন্দ্রের দ্বিতীয় মোদি সরকারের জমানায় বিজেপি শাসিত রাজ্যগুলিতেই সুরক্ষিত ছিল না শিশুরা? কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২২-এই চার বছরে পকসো আইনের ধারায় সবথেকে বেশি মামলা রুজুর সংখ্যায় দেশের মধ্যে একেবারে প্রথম তিনে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ। অর্থাৎ, প্রতিটিই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের রাজ্য। পাশাপাশি […]
মমতার লক্ষ্মীর ভাণ্ডারের অনুসরণে মহারাষ্ট্রেও মহিলাদের জন্য মাসিক ভাতা, ঘোষণা বাজেটে
বিধানসভা ভোটের আগে এবার মহারাষ্ট্রেও বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে প্রকল্প৷ ভোটের আগে শেষ বাজেটে মহারাষ্ট্রের ২১ থেকে ৬০ বছর বয়সি মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা ঘোষণা করল একনাথ শিন্ডে সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে নতুন এই প্রকল্পের ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার৷ পাওয়ার জানিয়েছেন, জুলাই মাস থেকেই এই প্রকল্প […]
অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩, আশঙ্কাজনক ২
বুধবার সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে। দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জন। পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলায় মুসুনুর টোল প্লাজায় দুর্ঘটনাটি ঘটে। চেন্নাই থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন গাড়ির যাত্রীরা। সামনের একটি লরিকে ওভারটেক করার সময়েই দুর্ঘটনাটি ঘটে। গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, গাড়িটি […]