সমাজমাধ্যমে ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানানোয় এনআইটি শিলচরের বাংলাদেশি পড়ুয়াকে দেশে ফেরত পাঠানো হল। মাইসা মেহজবিন নামে ওই পড়ুয়া আসামের শিলচরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের চতুর্থ সিমেস্টারের ছাত্র্রী। তিনি কলেজ থেকে পাস আউট করা তার এক সিনিয়র বাংলাদেশি ছাত্র শাহাদাত হোসেন আলফির সমাজমাধ্যমে করা একটি ভারত বিরোধী পোস্টে লাভ রিঅ্যাক্ট করে বসেন। আর তাতেই বিপত্তি বাঁধে। হিন্দু রক্ষা দল নামে একটি সংগঠনের মুখপাত্র শুভাশিস চৌধুরি জানান, তাঁরা দেখেন যে বাংলাদেশের ওই পড়ুয়া ভারত বিরোধী পোস্টে লাভ ইমোজি দিয়ে সমর্থন জানাচ্ছেন। তারপরই তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়ে ব্যবস্থা নিতে বলেন। শুভাশিসের আরও দাবি বাংলাদেশের রাজশাহি বিশ্ববিদ্যালয় থেকে বেশ কিছু ভারত বিরোধী পোস্ট করা হয়েছে। তার মধ্যেই একটিতে ওই ছাত্রী লাভ ইমোজি দিয়ে সমর্থন জানিয়েছেন। তবে শিলচরের পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ওই ছাত্রীকে সোমবার করিমগঞ্জের সুতারকান্দি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। এই মুহূর্তে শিলচর এনআইটিতে ৭০ জন বাংলাদেশি পড়ুয়া রয়েছে। যাদের মধ্যে ৪০ জনই হিন্দু। পুলিশ সুপার বলেন, আমি ব্যক্তিগতভাবে পড়ুয়াদের সঙ্গে কথা বলে তাদের কোনও ভারত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে বারণ করেছি।
Related Posts
কাশ্মীরে বায়ুসেনার কনভয়ে এলোপাথাড়ি গুলি, শহিদ এক জওয়ান, জখম ৪
কাশ্মীর উপত্যকায় বায়ুসেনার কনভয় লক্ষ্যকে এলোপাথাড়ি গুলি জঙ্গিদের। শনিবার কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সূত্রের খবর, সেই সময়েই জঙ্গিরা আমচকা গুলি বর্ষণ শুরু করে বায়ুসেনার কনভয় লক্ষ্য করে। জানা যাচ্ছে, উপত্যকার এই জঙ্গি হানায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হয়েছেন। সূত্রের খবর, তাঁদের মধ্যে একজন এয়ারম্যানের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জওয়ানকেই চিকিৎসার […]
‘আমি ক্ষমতায় এলে বিহারে এক ঘণ্টার মধ্যে উঠবে মদে নিষেধাজ্ঞা’, বড়সড় ঘোষণা প্রশান্ত কিশোরের
ভোটকুশলীর দায়িত্ব ছেড়ে রাজনীতির ময়দানে নেমেছেন প্রশান্ত কিশোর। আর নেমেই বিহারের জন্য বড়সড় ঘোষণা করলেন তিনি। তাঁর গড়া রাজনৈতিক দল ক্ষমতায় এলে এক ঘণ্টার মধ্যে বিহারে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সদ্যই প্রতিষ্ঠা করেছেন নিজের রাজনৈতিক দল জন সূরজ পার্টি। বিহারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তাঁর দলের প্রার্থীরা। ক্ষমতায় আসলে কী কী পরিবর্তন করতে […]
মোদি ও পুতিনের মধ্যে কোনো পার্থক্য নেই: শরদ পাওয়ার
রবিবার এসপি সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনও পার্থক্য নেই। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী মোদি ধীরে ধীরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে । পাওয়ার সোলাপুর জেলার আকলুজে সাংবাদিকদের সাথে কথা বলেন। যেখানে তিনি মাধা এবং সোলাপুর লোকসভা আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করতে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী বিজয়সিংহ মোহিতে পাটিলের বাসভবনেও […]