মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে তারপর মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দেব। তার পরে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। তাই এই বিশেষ দিনে আমি রক্তদান করলাম।’’ দেবের কথায়, ‘‘আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন, দেব কী করলেন। কী পরলেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতেই রক্তদান করলাম।’’ দেব আরও জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি পূর্ণ করতে চান জনপ্রতিনিধি হিসেবে। পাশাপাশিই দেব জানিয়েছেন, তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত সংখ্যক গাছ লাগাবেন। তাঁর কথায়, ‘‘আমি যত ভোট পাব, ঘাটাল লোকসভা এলাকায় তত গাছ লাগাব! আমি যদি আট লক্ষ বা ন’লক্ষ ভোট পাই, ততগুলোই গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে।’’ বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় সচেতনতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত এবং নতুন স্লোগান বলে জানিয়েছেন ঘাটালের গত দু’বারের সাংসদ।
Related Posts
সিকিমে বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী, ছাড়া হল জল, প্লাবিত হল বিস্তীর্ণ এলাকা
রিমলের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। সে প্রভাবেই সিকিমের বৃষ্টিতে ফুঁসে উঠল তিস্তা নদী। গত বছর সিকিমের হ্রদ বিপর্যয়ে গতিপথ বদলেছিল তিস্তা। তার জেরে, এ বার বর্ষার আগে নদীতে জল বাড়তেই নতুন কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল সেবকের কাছে লালটং বস্তি এলাকা। তিস্তায় জল বেড়ে যাওয়ায় […]
‘এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে’, বালুরঘাট থেকে টার্গেট দিলেন অমিত শাহ
ভূপতিনগর প্রসঙ্গ থেকে শরণার্থী ইস্যু, নির্বাচনী প্রচারে এসে সমস্ত প্রসঙ্গই তুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তবে এ দিন রাজ্যে বিজেপির জন্য আসন্ন লোকসভা নির্বাচনে আসনের টার্গেট স্থির করে দিলেন তিনি৷ বললেন, ‘২০১৯-এও এসেছিলাম। আপনারা আমাদের ১৮টি সিট দিয়েছিলেন তাতে মোদিজি ৩০০-এর বেশি সিটে জিতেছিলেন। এবার ১৮ থেকে বাড়িয়ে ৩০টির বেশি সিট করতে হবে এবং আমাদের […]
হুগলির পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, জখম আরও এক, তদন্তে পুলিশ
হুগলি জেলার পান্ডুয়ায় বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের। এই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। আহত এক কিশোরের বাঁ হাত উড়ে গিয়েছে বলে জানিয়েছে তার পরিবার। এখন সে হুগলির ইমামবাড়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, পান্ডুয়ার তিন্না নেতাজিপল্লি কলোনিতে পুকুরের ধারে খেলা করছিল বেশ কয়েক জন কিশোর। হঠাৎই বিকট শব্দ পান স্থানীয়েরা। তাঁরা দেখেন, বোমার […]