রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন ‘যত ভোট, তত গাছ’-এর স্লোগান

মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে তারপর মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দেব। তার পরে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড ব্যাঙ্কে রক্তের সঙ্কট তৈরি হয়েছে। তাই এই বিশেষ দিনে আমি রক্তদান করলাম।’’ দেবের কথায়, ‘‘আজ আমার মনোনয়ন। আজ একটা বিশেষ দিন। অনেকেই আজ দেখতে চাইবেন, দেব কী করলেন। কী পরলেন। তাঁদের উদ্দেশে বার্তা দিতেই রক্তদান করলাম।’’ দেব আরও জানান, প্রতি বছরই গ্রীষ্মকালে রক্তের অভাবে থ্যালাসেমিয়া রোগীরা সমস্যায় পড়েন। সেই অভাবও তিনি পূর্ণ করতে চান জনপ্রতিনিধি হিসেবে। পাশাপাশিই দেব জানিয়েছেন, তিনি ঘাটালে যত ভোট পাবেন, তত সংখ্যক গাছ লাগাবেন। তাঁর কথায়, ‘‘আমি যত ভোট পাব, ঘাটাল লোকসভা এলাকায় তত গাছ লাগাব! আমি যদি আট লক্ষ বা ন’লক্ষ ভোট পাই, ততগুলোই গাছ লাগাব ঘাটাল লোকসভা কেন্দ্রে।’’ বিশ্ব উষ্ণায়নের মোকাবিলায় সচেতনতার কারণেই তাঁর এই সিদ্ধান্ত এবং নতুন স্লোগান বলে জানিয়েছেন ঘাটালের গত দু’বারের সাংসদ।

error: Content is protected !!