বিএসএফ বিজেপির হয়ে ভোট করাচ্ছে বলে অভিযোগ করলেন বীরভূম লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায় ৷ সোমবার বীরভূমের পাইকরে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ইটিভি ভারতের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি । শতাব্দী আরও জানান, এই নিয়ে নির্বাচন কমিশন-সহ বীরভূম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন তিনি । এ দিন লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহণ চলছে৷ বাংলার আটটি আসনের মধ্যে রয়েছে বীরভূমও ৷ ওই কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় এবারও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৷ এ দিন সকাল থেকেই বীরভূম লোকসভা কেন্দ্রের রাজগ্রাম, মুরারই, চাতরা, পাইকর প্রভৃতি জায়গায় ভোটগ্রহণ কেন্দ্র ঘুরে দেখেন তিনি । তারই মাঝে পাইকরে একটি বুথের বাইরে তিনি ইটিভি ভারতের মুখোমুখি হন ৷ সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, বেশ কিছু জায়গায় বিজেপির এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ কী বলবেন এই নিয়ে ? উত্তরে শতাব্দী রায় বলেন, “আমাদের ক্ষেত্রেও হচ্ছে ৷ বিএসএফ ভোট দিয়ে দিচ্ছে বিজেপির হয়ে ৷ দু’জায়গা থেকে অভিযোগ পেয়েছি । নির্বাচন কমিশন ও বীরভূম জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।” যদিও এ দিনের ভোট নিয়ে মোটের উপর খুশি শতাব্দী রায় ৷ তিনি বলেন, “পজেটিভ ওয়েতে খেলা হচ্ছে ।” তিনি আরও বলেন, ‘‘জিতব আমি, জিতব আমরাই ।’’
Related Posts
এবার ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিল রাজ্য সরকার
আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দিল রাজ্য সরকার। বুধবার সন্ধ্যা থেকে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের কুলটির ডুবুরদিহি চেকপোস্ট সিল করে দেয় পুলিশ। আগামী তিনদিন বন্ধ থাকবে সীমান্ত। তবে জরুরি পরিষেবার গাড়ি ছাড়া হবে। ঝাড়খণ্ড বাঁচাতে ক্রমাগত তেনুঘাট ও পাঞ্চেত থেকে জল ছাড়ার ফলে বাংলার […]
বারুইপুরে তুমুল বিক্ষোভের মুখে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, উঠল গো-ব্যাক স্লোগানও
যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। বারুইপুরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান সৃজন। এদিন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের ১১৮ নম্বর বুথ, বেলেগাছিতে পৌঁছতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। গো-ব্যাক স্লোগানও দেওয়া হয়। তাঁকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কেন্দ্রীয় বাহিনী। […]
মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড
মৌসুনি দ্বীপের কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই কটেজের একাংশ। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুজোর মুখে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মৌসুনি দ্বীপে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কটেজের বেশ খানিকটা অংশ। আজ, বৃহস্পতিবার ভোর রাতে ধোঁয়া দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু […]