মালদহে দক্ষিণে রোড-শো এবং তার পরে রায়গঞ্জে সমাবেশ। বাংলায় এসে জোড়া কর্মসূচিতে চাকরি বাতিল নিয়েও আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টার্গেট পঁয়তিরিশ। দ্বিতীয় দফার লোকসভা ভোটের আগে বিরাট রোড শো করে মালদহে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের কথায়, “৩০ আসন জিতিয়ে দিন। মমতা দিদির হিম্মত হবে না উন্নয়ন আটকানোর।” একইসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে নাম না করে অমিত শাহ বলেন, “সিএএ লাগু হলে আপনার কি সমস্যা?” সিএএ নিয়ে হুঙ্কার দিয়ে অমিত শাহের দাবি, কংগ্রেস, তৃণমূলের ক্ষমতা হবে না সিএএ আটকানোর। মমতা দিদি আটকাতে পারবে না। সন্দেশখালি প্রসঙ্গও এদিন শোনা যায় অমিত শাহের মুখে। একইসঙ্গে দুর্নীতি ও কাটমানি নিয়েও সরব ছিলেন শাহ। অমিত শাহের কথায়, “সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হয়, ভোটে অশান্তি হয় শুধু বাংলায়। কারণ তৃণমূল কংগ্রেস।” আরও এক ধাপ এগিয়ে অমিত শাহের দাবি, “লোকসভার পর বাংলায় বিজেপি সরকার করুন।”
Related Posts
‘জো হামারে সাথ, হাম উনকে সাথ’, সংখ্যালঘু মোর্চাকে এবার ‘ত্যাগ’ দেওয়ার বার্তা শুভেন্দুর
একের পর এক নির্বাচনে ভরাডুবির পর, সদ্য সমাপ্ত উপনির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। বাংলায় জোড়াফুলের কাছে চার শূণ্যে গো হারান হেরেছে পদ্ম শিবির। এরপরেই বাংলার রাজনীতিতে বিজেপির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করছে। একদিক যখন ক্রমশ পায়ের তলার মাটি হারিয়ে ফেলছে বিজেপি, তখনই দলের অভ্যন্তরেও চলছে হারের দায় কে নেবে তা নিয়ে ঠেলাঠেলি। এই প্রেক্ষাপটেই মোদির স্লোগান ‘সবকা সাথ, সবকা […]
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মালগাড়ির, দুর্ঘটনায় মৃত ১৫, আহত ৬০
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু, আহত ৬০। মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। অন্যদিকে, নিজবাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটি। সোমবার সকালে শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে, পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি৷ যার জেরে বেলাইন হয়ে […]
‘ভোটের জেতার পরই সন্দেশখালিতে যাব, মেছো ভেড়ি নিয়ে রাজনীতি করতে দেব না’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
সন্দেশখালি নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগে জল ঢেলে দিয়ে সন্দেশখালির মানুষের কাছে যাওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে বসিরহাট জয়ের পর তিনি সন্দেশখালিতে যাবেন, এমনই বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো বসিরহাটের জনসভা থেকে। মঙ্গলবার বসিরহাটের মেরুদন্ডী স্লুইস গেটের হেলিপ্যাডের মাঠে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভায় সন্দেশখালির বিষয় নিয়ে বিজেপিকে এক হাত নিয়ে তৃণমূলনেত্রী […]