আসানসোলের কুলটি থানার চিনাকুড়ি এলাকায় এলোপাথাড়ি গুলি চালিয়ে খুন এক ব্যবসায়ীকে। পেশায় মৃত ব্যক্তি সুদ ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃত ব্যক্তির নাম উমাশঙ্কর চৌহান (৫১) ৷ কুলটি থানার পুলিশ সূত্রে খবর, চিনাকুড়িতে বসবাসকারী ওই ব্যবসায়ীর অফিস ছিল বাড়ির কাছেই ৷ অফিসে ঢুকেই গুলি করা হয় উমাশঙ্কর চৌহানকে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কী কারনে এই খুন, ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সোমবার দুপুরে অফিসে বসেছিলেন উমাশঙ্কর চৌহান। তার সঙ্গে অফিসের আরও এক সঙ্গী ছিল রাজকুমার।উমাশঙ্কর চৌহানের ওই সঙ্গী তথা প্রত্যক্ষদর্শী রাজকুমার জানান, এক ব্যক্তি একাই মুখে গামছা বেঁধে এসেছিলেন। তিনি জানান পেমেন্ট করতে এসেছেন। জনৈক রাহুল পাসওয়ানের বকেয়া টাকা নাকি তিনি মেটাতে এসেছেন। উমাশঙ্কর তখন ওই ব্যক্তিকে জানান তিনি কোনও রাহুল পাসওয়ানকে চেনেন না। এরপর ওই ব্যক্তি নিজের ফোন বের করে কিছুটা দূরে গিয়ে ফোন করতেও শুরু করেন কাউকে। ফোন রেখে পুনরায় ফিরে আসেন এবং উমাশঙ্কর চৌহানের অফিসের কাঁচের দরজার বাইরে থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।গুলির আঘাতে কাঁচের দরজা ভেঙে যায় এবং বেশ কয়েকটি গুলি উমাশঙ্করের শরীরে লাগে বলে জানা গিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয়রাই প্রথমে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে আসে কুলটি থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান টাকা পয়সার লেনদেনের কারণেই এই খুন। তবে আসল কারণ তদন্তের পরেই জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর ৷
Related Posts
৬২৮ বছরে পা দিল মাহেশের রথ
শ্রীরামপুরের মাহেশের রথ শুধু হুগলি জেলার নয়, গোটা বাংলার কাছে পরিচিত হুগলির শ্রীরামপুরের মাহেশের রথে। এদিন সকালে গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ বের করে আনা হয় মন্দির প্রাঙ্গণের বাইরে। রথের দিন রীতি মেনে জগন্নাথ মন্দিরের দালানে ভক্তদের দর্শন দেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা। তার আগে দুদিন ধরে চলে নবযৌবন উৎসব। প্রথা অনুযায়ী স্নান […]
নারী-অপরাধের তদন্তে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ
আর জি কর হাসপাতাল কাণ্ডে সুপ্রিমকোর্টে প্রশ্ন মুখে পুলিশের ভূমিকা। তদন্ত পদ্ধতি নিয়ে বার বার ভর্ৎসিত হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে ১৮ দফা কড়া নির্দেশিকা জারি করল রাজ্য পুলিশ। মহিলা শিশু ও মহিলা সংক্রান্ত কোনও অপরাধ ঘটলে কী কী করতে হবে, তা বিস্তারিত বলা হয়েছে এই নির্দেশিকায়। আর জি কর কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে রাজ্য […]
দফায় দফায় বিক্ষোভ! উঠল গো-ব্যাক স্লোগান, সকাল থেকেই ঘাটালের তাড়া খেলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়
ষষ্ঠ দফার প্রথম থেকেই আসরে ঘাটাল প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী সাথে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ! সকাল থেকেই এই বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ ছিল বিজেপির পক্ষ থেকে। শাসক দল বিজেপির এজেন্টকে বসতে দেয়নি এমনই অভিযোগ করেন বিজেপির পোলিং এজেন্ট। তারপর সেখানে গিয়ে পৌঁছায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। কেন্দ্রীয় বাহিনীর জোয়ানদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। […]