একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর

একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে।  মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের র দশটি জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জন‍্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি চলবে দেশের অন‍্যান‍্য রাজ‍্যেও। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিহার, মধ‍্য প্রদেশ, মহারাষ্ট্র ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। বিহারের ৯ টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ‍্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর দিল্লি।

error: Content is protected !!