একটানা মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কাশ্মীর। রবিবার সকালবেলায় মেঘ ভাঙা বৃষ্টি জম্মু ও কাশ্মীরের গন্দেরওয়াল জেলায়। প্রাকৃতিক এই দুর্যোগের কারণে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের পর এবার জম্মু কাশ্মীর। ফের মেঘ ভাঙা বৃষ্টিতে তছনছ উত্তর ভারত। গন্দেরওয়াল জেলার কাউচেরওয়ান কাঙ্গান এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা পরিষ্কার না হওয়া পর্যন্ত যাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে দেওয়া হচ্ছে না। মেঘ ভাঙা বৃষ্টির জেরে হড়পা বান নেমেছে বলেও জানানো হয়েছে। এর কারণে ওই জেলার একাধিক বাড়ি, আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়টির তদারকিতে ঘটনাস্থলে একাধিক আধিকারিকদের পাঠানো হয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, আগামী ৬ অগাস্ট পর্যন্ত হিমাচল প্রদেশের র দশটি জেলার বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টি চলবে দেশের অন্যান্য রাজ্যেও। জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, বিহার, মধ্য প্রদেশ, মহারাষ্ট্র ছত্তিশগঢ়, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জানিয়েছে মৌসম ভবন। বিহারের ৯ টি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন রাজধানী শহর দিল্লি।
Related Posts
উত্তরপ্রদেশের শাহজাহানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের উপর উঠে গেল ট্রাক, মৃত ১১
হাইওয়ের ধারে ধাবায় দাঁড়িয়েছিল বাস। খেতে নেমেছিলেন অনেকে। হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি। বাসের উপরে উঠে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল ১১ যাত্রীর। আহত আরও কমপক্ষে ১০ জন। শনিবার রাতে উত্তর প্রদেশের শাহজাহানপুরে একটি বাস-ট্রাকের সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার ধারে ধাবায় দাঁড়িয়ে থাকা বাসের উপরে উল্টে যায়। চাপা পড়ে মৃত্যু হয় ১১ জনের। […]
হায়দরাবাদে কোল্ড ড্রিঙ্কে মাদক মিশিয়ে খাইয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২
হায়দরাবাদে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক নির্মাণ ব্যবসায়ী ও তাঁর সহকারী। ঘটনাটি ঘটেছে রবিবার। ওই তরুণী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, গত রবিবার মিয়াপুরে যান তিনি। দেখা করেছিলেন নির্মাণ ব্যবসায়ী জনার্দন এবং সঙ্গা রেড্ডির সঙ্গে। ওই তরুণীকে ইয়াদাগিরিগুট্টাতে একটি সাইট দেখাতে নিয়ে যান তাঁরা। রাতে সেখান থেকে ফেরার সময় গাড়ি খারাপ হওয়ার অজুহাতে মাঝপথে দাঁড়িয়ে পড়েন […]
ডেপুটি স্পিকার হচ্ছেন অবধেশ প্রসাদ, মমতার প্রস্তাব মানল কংগ্রেস!
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব মেনেই লোকসভায় বিরোধীদের ডেপুটি স্পিকারের প্রার্থী হচ্ছেন অবধেশ প্রসাদ। মমতার প্রস্তার মেনে নিয়েছে কংগ্রেসও। রাহুল গান্ধী ও অখিশেল যাদবের সঙ্গে এই প্রস্তাব ইস্যুতে কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কংগ্রেস কে সুরেশকেই ডেপুটি স্পিকার করতে চেয়েছিল। তবে শেষ পর্যন্ত মমতার প্রস্তাবে সম্মত হয় হাত শিবির। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে […]