‘এনসি, পিডিপি, কংগ্রেসরা কাশ্মীরের যুবসমাজকে নষ্ট করে দিয়েছে’, বিরোধী দলগুলিকে আক্রমণ মোদির

ভোটপ্রচারের জন্য জম্মু-কাশ্মীরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার কাটরাতে দলীয় সভায় বক্তৃতা দিতে গিয়ে বিরোধী দলগুলিকে আক্রমণ করেন তিনি। এদিন প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের যুবসমাজের ভবিষ্যত নষ্ট করছে এনসি, পিডিপি, কংগ্রেসের মতো দলগুলি। এরা কখনই যুবসমাজের ভালো চায় না। এই পাপের কারণে জম্মু যেমন জ্বলছে, তেমনই কাশ্মীরও জ্বলছে। আর এর লাভ নিচ্ছে সীমান্তে ওপারে থাকা আমাদের শত্রুরা। কয়েকদিন আগে এদের জন্যই কাটরাতে পূর্ণার্থীদের ওপর হামলা হয়ছিল। অনুচ্ছেদ ৩৭০ হটানোর পর আতঙ্কবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের প্রভাব জম্মু-কাশ্মীর থেকে কমে এসেছে। জম্মু-কাশ্মীর শান্তির পথে এগোচ্ছে। আগামীদিনে এই রাজ্য থেকে পুরোপুরিভাবে আতঙ্কবাদীদের নিঃশ্চিহ্ন করা হবে।

error: Content is protected !!