হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট মানতে হবে, নাহলে বেরিয়ে যেতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে সাফ বার্তা দিয়ে দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি স্পষ্ট করে দিলেন, মমতা ইন্ডিয়া জোটের অংশ। আর সেটা মানতে অধীর চৌধুরী বাধ্য। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ভোটের পর সরকার গঠনের ক্ষেত্রে কী হবে না হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধীর চৌধুরী কেউ নন। সেটা ঠিক করবে হাইকমান্ড। খাড়গে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থনের কথা বলেছিলেন। বাইরে থেকে সমর্থন কোনও নতুন বিষয় নয়। প্রথম ইউপিএ সরকারে বামেরাও বাইরে থেকে সমর্থন করেছিলেন। কিন্তু তার পরেও মমতার আরও একটি বিবৃতি এসেছে। যাতে স্পষ্ট তিনি ইন্ডিয়া জোটেরই অংশ। অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, তিনি কী বললেন তাতে কিছু যায় আসে না।” কংগ্রেস সভাপতির সাফ বার্তা, “হয় হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হবে, না হলে বেরিয়ে যেতে হবে।” বস্তুত ইন্ডিয়া জোটের নামকরণ মমতাই করেছেন। গোটা দেশে বিরোধী নেতাদের এক ছাতার তলায় আনার ক্ষেত্রে তিনিই অগ্রণী ভূমিকা নেন। কিন্তু রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হয়নি তৃণমূলের। রাজ্যের শাসকদলের দাবি, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সিপিএম প্রীতিই এর জন্য দায়ী। সম্প্রতি মমতা একাধিকবার জানিয়েছেন রাজ্যে কংগ্রেসের সঙ্গে সমঝোতা না হলেও দিল্লিতে তিনি ইন্ডিয়া জোটের পাশেই আছেন। তৃণমূলই নেতৃত্ব দিয়ে দেশে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে। মমতার সেই অবস্থানেও আপত্তি জানিয়েছেন অধীর। পালটা হাইকম্যান্ডের সঙ্গে সম্মুখসমরে নামার ইঙ্গিত দিয়েছেন অধীরও।
Related Posts
সিকিমে আটকে প্রায় ১৫০০ পর্যটক, উদ্ধারে চিনুক হেলিকপ্টার পাঠাচ্ছে বায়ুসেনা
লাচেন এবং চুংথাংয়ে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে এবার প্রস্তুতি শুরু করল ভারতীয় বায়ুসেনা। শনিবার সকালে সিকিম সরকারের তরফে ভারতীয় বায়ুসেনাকে আবেদন করা হয় যাতে লাচেন এবং চুংথাং-সহ বিভিন্ন জায়গায় আটকে থাকা পর্যটকদের এয়ারকাফট করে উদ্ধার করা হয়। আর সিকিম সরকারের তরফে ওই আবেদন পেতেই তৎপর ভারতীয় সেনা এবং বায়ুসেনা। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং শনিবার […]
হেমন্ত সোরেনের জামিন নাকচ হতেই ফের সক্রিয় ইডি, আবেদন সুপ্রিমকোর্টে
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা জেএমএম নেতা হেমন্ত সোরেনের জামিন খারিজ করতে সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবারই ইডির তরফে ঝাড়খণ্ড হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে। গত ৩১ জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্তকে গ্রেফতার করেছিল ইডি। এর পরে গত ১৩ […]
সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচকে ডাকতে পারে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমি(PAC), তোপ কংগ্রেসেরও
সেবি চেয়ারপার্সন মাধবী পুরী বুচের উপর চাপ আরও বাড়ছে। কংগ্রেস নেতা পবন খেরা শুক্রবার মাধবীর বিরুদ্ধে দুর্নীতি ও ইনসাইডার ট্রেডিংয়ের অভিযোগ এনেছেন। এদিকে সূত্রের খবর, সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) সেবি চেয়ারপার্সনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি খতিয়ে দেখবে এবং তাঁকে চলতি মাসেই তলব করা হতে পারে। ২৯ অগস্ট পিএসি-র প্রথম বৈঠকে একাধিক সদস্য সেবি-র কাজকর্ম এবং […]