আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে এক অডিও ভাইরাল হয়েছিল (তার সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ)। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার দায়ে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পরের দিন গ্রেফতার হতে হল তাঁকেই। ভাইরাল অডিও পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, কিছু বাম এবং অতি বাম সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র করছে যাতে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলা যায়। এই অভিযোগ খারিজ করে ডিওয়াইএফআই নেতা কলতান বলেন, “এই অভিযোগ একেবারেই মিথ্যা। এ ধরনের চক্রান্ত কোনওদিনই বামপন্থী সংগঠন করেনি। কারা আন্দোলন করছেন এবং কারা এই আন্দোলন ভাঙতে চাইছে তা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা ধরনের অডিও ক্লিপ সামনে আনা হচ্ছে যাতে এই আন্দোলনটাকে ভাঙা যায়।”কলতান আরও বলেন, “আমরা এর আগেও অডিও ভাইরাল হতে দেখেছি, তার সত্যতা তো জানি না। তবে সরকার এখন চাইছে যে কোনওভাবে এই আন্দোলন ভেঙে দিতে। তাই এর জন্য নানারকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এটা তারই অংশ।”
Related Posts
ডায়মন্ড হারবারগামী লোকালে আগুনের ফুলকি, শিয়ালদহ দক্ষিণে সাড়ে ৩ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল
লোকাল ট্রেনে আগুনের ফুলকি দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। রবিবার বেলা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার সমস্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছিল। শুধুমাত্র বজবজ ও ক্যানিং লোকাল চলছিল। দুর্ভোগের ছবি স্টেশন চত্বরে। ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অসংখ্য যাত্রী। এর পরই স্বস্তির খবর এল দুপুর গড়িয়ে। ৩টে বেজে ৩৩ মিনিটে চালু হল ট্রেন। লক্ষ্মীকান্তপুর লোকাল স্টেশন ছাড়ল। ৩ […]
ধর্ষণ-বিরোধী ‘অপরাজিতা’ বিল পাস বিধানসভায়, ‘প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি, আমরা ইতিহাস গড়লাম’, বললেন মুখ্যমন্ত্রী
মঙ্গলবার ধর্ষণ-বিরোধী অপরাজিতা বিল পেশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। অপরাজিতা বিল প্রসঙ্গে মমতা বললেন, ‘‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’’ বিরোধীদের বললেন, ‘‘আমাকে কটু কথা বললে আমার কিচ্ছু যায়-আসে না। আপনারা যা বলছেন বলুন। কিন্তু বাংলা মা-কে বদনাম করবেন না। […]
ডাক্তারদের কর্মবিরতির মাঝেই শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত চালু হচ্ছে টেলি মেডিসিন পরিষেবা
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকেই কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি প্রত্যাহার না করলেও অবশেষে টেলি মেডিসিন পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হল। আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা সাধারণ রোগীদের জন্য টেলি মেডিসিন পরিষেবা চালু করছেন শনিবার থেকে। তার জন্য রোগীদের যোগাযোগ করতে হবে ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭ ও ৬২৯০৩২৬০৭৯ হোয়াটসঅ্যাপ নম্বরে। এই নম্বরগুলিতে যোগাযোগ করে […]