আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার বাম নেতা কলতান দাশগুপ্ত

আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার ষড়যন্ত্র নিয়ে এক অডিও ভাইরাল হয়েছিল (তার সত্যতা যাচাই করেনি বঙ্গ নিউজ)। সেই অডিওর সঙ্গে জড়িত থাকার দায়ে শনিবার সকালে বাম নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেট। পরের দিন গ্রেফতার হতে হল তাঁকেই। ভাইরাল অডিও পোস্ট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, কিছু বাম এবং অতি বাম সংগঠন জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র করছে যাতে রাজ্য সরকারকে বেকায়দায় ফেলা যায়। এই অভিযোগ খারিজ করে ডিওয়াইএফআই নেতা কলতান বলেন, “এই অভিযোগ একেবারেই মিথ্যা। এ ধরনের চক্রান্ত কোনওদিনই বামপন্থী সংগঠন করেনি। কারা আন্দোলন করছেন এবং কারা এই আন্দোলন ভাঙতে চাইছে তা তো গোটা রাজ্যের মানুষ জানেন। আমার ধারণা সেই কারণেই এই নানা ধরনের অডিও ক্লিপ সামনে আনা হচ্ছে যাতে এই আন্দোলনটাকে ভাঙা যায়।”কলতান আরও বলেন, “আমরা এর আগেও অডিও ভাইরাল হতে দেখেছি, তার সত্যতা তো জানি না। তবে সরকার এখন চাইছে যে কোনওভাবে এই আন্দোলন ভেঙে দিতে। তাই এর জন্য নানারকম পন্থা সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে, এটা তারই অংশ।”

error: Content is protected !!