যোগীরাজ্যে আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। জন্মদিন উদযাপনের নাম করে দলিত কিশোরীকে ধর্ষণ। অভিযোগ তাঁরই এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সময় মুহূর্তটি ভিডিও করেছিল অভিযুক্তের এক বন্ধু। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বান্দায়। ৪ সেপ্টেম্বর কলেজে যাওয়ার সময়েই ধর্ষণের শিকার হন ১৮ বছরের দলিত কিশোরী। সম্প্রতি থানায় ধর্ষণের ঘটনাটির অভিযোগ জানান তিনি। এই ঘটনায় রবিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে তারা। সূত্রে খবর, দুই অভিযুক্ত কিশোরীর পূর্ব পরিচিত। কলেজে যাওয়ার সময় তাঁকে জন্মদিনে খাওয়ানোর টোপ দেয় তারা। উদযাপনের প্রস্তাব দেওয়ায় দুইজনের সঙ্গেই একটি হোটেলে যান কিশোরী। সেখানেই তাঁকে ধর্ষণ করে যুবক। সেই মুহূর্তের ভিডিও তুলে রাখে যুবকের এক বন্ধু। ধর্ষণের পর কিশোরীকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়। ধর্ষণের ঘটনাটি বাইরে ফাঁস করলে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। এই ঘটনার ১৮ দিনের মাথায় পরিবারকে জানায় কিশোরী। এরপর থানায় অভিযোগ জানাতে আসে। শনিবার এই ঘটনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।
Related Posts
উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে স্কুল বাস উলটে মৃত ৬ পড়ুয়া, আহত ৩২
ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের বারাবাঙ্কিতে ৷ লখনউয়ের চিড়িয়াখানা থেকে ফেরার পথে বারাবাঙ্কি জেলার একটি বেসরকারি স্কুলের বাস উলটে অন্তত ৬ পড়ুয়ার মৃত্যু হয়েছে ৷ ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে কমপক্ষে ৩২ পড়ুয়ার ৷ দুর্ঘটনাটি ঘটেছে, জেলার দেবা থানা এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্ঘটনার সময় বাসের গতি অনেক বেশ ছিল ৷ বারাবাঙ্কি জেলার সুরতগঞ্জ কম্পোজিট […]
বিধানসভা ভোটের আগেই বিজেপিতে যোগ দেবেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন!
সমস্ত জল্পনার অবসান। BJP-তেই যোগদান করছেন চম্পাই সোরেন। আগামী শুক্রবার অর্থাৎ ৩০ অগস্ট আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেবেন। এমনটাই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংবাদসংস্থার প্রকাশিত একটি ভিডিওতে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে একই গাড়িতে বসে থাকতে দেখা যায় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। দাবি করা হয়, তাঁরা দু’জনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের […]
মেঘালয়ে বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা
মেঘালয় বিধানসভায় বিরোধী দলনেতার মর্যাদা পেলেন তৃণমূলের মুকুল সাংমা। বৃহস্পতিবার মেঘালয় বিধানসভার সচিবালয় থেকে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একমাত্র কংগ্রেস বিধায়ক রনি ভি লিংডোর সমর্থন নিয়ে উত্তর-পূর্বের এই রাজ্যে নতুন যাত্রা শুরু করল বাংলার শাসকদল। খবরটি নিজেই এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে পোস্ট করে মুকুল সাংমাকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। […]