কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশেরই দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, দেহ দেখে তাঁদের শনাক্ত করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিহত ভারতীয়দের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েতে পৌঁছে গিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি জানান, দেহগুলি দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বায়ুসেনার একটি বিমানকে প্রস্তুত রাখা হয়েছে। তবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে যে সমস্যা হচ্ছে, তা স্বীকার করে নিয়েছে ভারতীয় দূতাবাসের কর্মীরা। দেহগুলি শনাক্ত করা না গেলে সেগুলি দেশে ফেরাতেও বিলম্ব হবে বলে মত তাঁদের। দেহগুলি দেশে ফেরানোর বিষয়ে কীর্তিবর্ধন বৃহস্পতিবার সকালে বলেন, “শনাক্তকরণের পরেই নিহতদের পরিজনকে খবর দেওয়া হবে। আমাদের বায়ুসেনার একটি বিমান দেহগুলি দেশে ফিরিয়ে নিয়ে যাবে।” বুধবার সন্ধ্যা থেকেই নিহত ভারতীয় শ্রমিকদের দেহ দেশে ফেরাতে উদ্যোগী হয় নয়াদিল্লি। রাতে এই বিষয়ে কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ভোরের দিকে কুয়েতের রাজধানী শহরের দক্ষিণে মাঙ্গাফ এলাকার একটি বহুতল আবাসনে আগুন লাগে। জানা যায়, ওই আবাসনে মূলত থাকেন শ্রমিকেরা, যাঁদের অধিকাংশই ভারতীয়। প্রথমে জানা গিয়েছিল, অগ্নিকাণ্ডের ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করানো হয়েছে প্রায় ৫০ জনকে। তবে কী কারণে আগুন লাগল, তা নিয়ে ধন্দ রয়েছে। কুয়েতের কিছু স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, গ্যাস লিক হওয়ার কারণেই এই বিপর্যয়। সরকারি ভাবে অবশ্য এই বিষয়ে কিছু বলা হয়নি। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমেদ আল-জাবের আলজ-সাবাহ্ এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
Related Posts
ফের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রথমে পোল্যান্ড এবং তারপর যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে যাবেন তিনি ৷ বিদেশ সফরে রওনার দেওয়ার আগে এই সফরকে ঐতিহাসিক বলে জানিয়ে সোশাল মিডিয়ায় সফরসূচি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ থেকে ২২ অগস্ট পোল্যান্ড এবং তারপর ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাবেন । ৪৫ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর […]
কাশী বিশ্বনাথ মন্দিরে গঙ্গা আরতির পর পুজো করলেন প্রধানমন্ত্রী মোদি
নির্বাচনের ফলাফলের পর মঙ্গলবার প্রথমবার বারাণসী পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদি। এখানে তিনি কৃষক সম্মেলনে কৃষকের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও, কিষান সম্মান নিধির ১৭ তম কিস্তিতে ২০ হাজার কোটি টাকা মুক্তি দেওয়া হয়েছিল। এছাড়াও, প্রধানমন্ত্রী কৃষি সখী হিসাবে প্রশিক্ষিত ৩০,০০০ টিরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে শংসাপত্র বিতরণ করেছেন। কাশীতে প্রধানমন্ত্রী মোদির এই সফর কেবল কৃষক সম্মেলনের জন্য নয়, […]
ভারতে ‘মাঙ্কিপক্স’ নিয়ে জারি সর্তকতা
মাঙ্কিপক্স নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই। জানিয়ে দিলেন কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী সরণ প্রকাশ পাটিল। তিনি বলেন, আফ্রিকার বেশ কয়েকটি দেশে এই মাঙ্কিপক্স ভয়াবহ আকার নিলেও ভারতে এর কোনও প্রভাব পড়বে না। এখানেই থেমে থাকেননি মন্ত্রী। তিনি আরও বলেন, ভারত মাঙ্কিপক্স মোকাবিলায় প্রস্তুত। তাই অহেতুক চিন্তার কোনও কারণ নেই।একটু সতর্ক থাকলেই আটকানো যায় মাঙ্কিপক্স। এটি দুই […]