শীঘ্রই আসছে মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি ‘এটা আমাদের গল্প’। সম্প্রতি শহরের এক অভিজাত লাউঞ্জ বারে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ৷ সম্প্রতি এই ছবির টিজারও প্রকাশ্যে আসে ৷ সেখানেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, এই ছবির গল্প শুধু দু’টি মানুষের নয়। বরং আরও নানা মানুষের গল্প। আসলে যাঁরা সম্পর্কে বিশ্বাসী, তাঁদের কথাই বলবে ‘এটা আমাদের গল্প’। আর সবথেকে বড় কথা হল, এই ছবিতে ফুটে উঠবে সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি এবং পরিবেশের দু’টি পরিবারের কাহিনি। আসলে সম্পর্ক শুধু দু’টি মানুষের মধ্যে গড়ে ওঠে না, বরং তা গড়ে ওঠে দু’টি পরিবারের মধ্যে। কারণ পরিবার আপন করে নিতে না পারলে হাজার যোজন ভালবাসা কি সেটা করতে পারে? আর এই কাহিনির প্রেক্ষাপটে এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন শ্রীতমা দেবী এবং মিস্টার শর্মা। তাঁরা দু’জন চায়ের দোকানে বসে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজারো বাধাবিপত্তির মুখোমুখি হওয়ার জন্যে মানসিক প্রস্তুতি নিতে হবে। আর সেই সময় আচমকাই তাঁদের পাশে এসে দাঁড়িয়েছিল এক ঝাঁক তরুণ তুর্কী। যাঁরা এই সময়ে দাঁড়িয়েও বিশ্বাস রাখে সব কিছু নষ্ট হয়ে যায়নি। ছবিতে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, তাপসী মুন্সী প্রমুখকে। এই ছবির সিনেম্যাটোগ্রাফি করেছেন অম্লান সাহা। এডিটিংয়ের দায়িত্বে রয়েছেন অনির্বাণ মাইতি। প্রডাকশন ডিজাইন এবং নেপথ্য সঙ্গীতের দায়িত্বে রয়েছেন যথাক্রমে অমিত চট্টোপাধ্যায় এবং প্রাঞ্জল দাস। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে।
Related Posts
আইনি ঝামেলায় রাভিনা ট্যান্ডন, অভিনেত্রীর বিরুদ্ধে বৃদ্ধা কে হেনস্থা করার অভিযোগ
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এবং তার গাড়িচালকের বিরুদ্ধে মদ্যপানে এক বয়স্ক মহিলাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে বলে নিহতের ছেলের দাবি। মুম্বাইয়ের বান্দ্রায় রিজভি ল কলেজের কাছে রাভিনার গাড়ি ওই বয়স্ক মহিলাকে ধাক্কা মারে। যার ফলে তিনি চোটও পান। এর পরে, রাভিনার ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে আসে এবং বয়স্কা মহিলার পাশাপাশি তাঁর […]
শুটিং শুরু বরুণ-জাহ্নবীর ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র
আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম “সানি সংস্কারী কি তুলসি কুমারী’। শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।
‘নাটকের জগৎ থেকে পুরস্কার ফেরানো এক ব্যক্তি বামফ্রন্টের প্রার্থী ছিলেন’ সরব ব্রাত্য বসু
আরজিকরের ঘটনায় নাট্যকার এবং শিল্পীদের পুরস্কার প্রত্য়াখ্যান নিয়ে এবার কটাক্ষ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। নিজের অবস্থান স্পষ্ট করেই এদিন তিনি বলেন, জাতীয় স্তরে এমন কোনও ঘটনা ঘটলে, তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া পুরস্কার ফেরাবেন কি না।আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় বাংলার নাট্যজগতের শিল্পীদের অনেকেই রাজ্য সরকারের থেকে প্রাপ্ত পুরস্কার […]