দিল্লি রোডের পাশে ডানকুনি মোল্লাবেরে ওষুধের গোডাউনে ভয়াবহ আগুন । বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের ৭টি ইঞ্জিন ৷ অবস্থা বেগতিক দেখে পরে ডেকে পাঠানো হয় আরও তিনটি ইঞ্জিন ৷ সবমিলিয়ে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছে ৷ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ৷ জানা গিয়েছে, মোল্লাবেরে রুদ্র সিন্ডিকেট নামে এই গোডাউনে চলত। এক শিফটের কাজ হত এখানে। প্রায় ২৫-৩০ন কর্মী কাজ করতেন ৷ তাঁরা প্রথম ধোঁয়া বের হতে দেখেন গোডাউন থেকে ৷ আতঙ্কিত হয়ে দ্রুত বেরিয়ে আসেন এবং খবর দেন গোডাউন কর্তৃপক্ষ, পুলিশ ও দমকলে ৷ ওষুধের দোকানে অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত পৌঁছয় দমকল বাহিনী ৷ গোডাউনের এক কর্মী আশিস কর বলেন, “এটা ওষুধের গোডাউন । এখান থেকেই ওষুধ ডিস্ট্রিবিউটরদের সরবরাহ করা হত। মানুষের ওআরএস থেকে পশুপাখির ওষুধ ছিল এখানে ।” তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷
Related Posts
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ক্ষেপনাস্ত্রের মহড়া
সিকিমের ১৭ হাজার ফুট উচ্চতায় ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সহ প্রশিক্ষণ মহড়া করল ভারতীয় সেনাবাহিনীর। গুয়াহাটিতে প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, সমগ্র পূর্বাঞ্চলীয় কমান্ডের মেকানাইজড ও ইনফ্যান্ট্রি ইউনিটের মিসাইল ফ্যায়ারিং ডিটাচমেন্ট এখানে অংশ নিয়েছিল। যুদ্ধের পরিস্থিতি সচল ও স্থির লক্ষ্যবস্তুতে বিভিন্ন অবস্থান থেকে গোলাগুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই মহড়ায়। এতটা উচ্চতায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল […]
চোপড়ার ঘটনায় বিধায়ক হামিদুল রহমানকে শো-কজ তৃণমূলের
চোপড়া কাণ্ডে বিতর্কিত মন্তব্যের জেরে শো-কজ করা হল তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে ৷ রাজ্য নেতৃত্বের নির্দেশে চোপডার বিধায়ককে শো-কজ করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। মঙ্গলবার জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল তাঁকে শোকজের চিঠি পাঠিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে তাকে জবাব দিতে হবে। হামিদুর জবাব দিলে তা রাজ্য নেতৃত্বকে পাঠানো হবে। এই ঘটনা নিয়ে চোপড়ার বিধায়কের সঙ্গে […]
বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে ৮০ হাজারেরও বেশি ভোটে হারালেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান
বহরমপুরের মাটিতে দুর্দান্ত ইনিংস খেললেন ক্রিকেট মাঠ থেকে উঠে আসা ইউসুফ পাঠান । জয়ের ব্যবধান ৮০ হাজারের বেশি। ১৯৯৯ থেকে বহরমপুরে জিতছেন অধীর রঞ্জন চৌধুরী। একটা সময় লড়েছেন বামেদের বিরুদ্ধে। প্রথমবার চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত সেভাবে চ্যালেঞ্জের মুখেও পড়তে হয়নি। প্রথমবার তিনি সত্যিকারের চ্যালেঞ্জের মুখোমুখি হন ২০১৯ সালে। মুর্শিদাবাদের দুর্গ দখল করতে […]