বড়বাজারে প্লাস্টিকের গুদামে ভায়াবহ আগুন। জানা গেছে, গোবিন্দচাঁদ ধর লেনে, নাখোদা মসজিদের উলটো দিকের প্লাস্টিক -কার্টুনের গুদামে ভয়াবহ আগুন লাগে ৷ সোমবার পাঁচটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক ৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় পার্শ্ববর্তী বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। পাশেই দমকলের অফিস থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারাকিরা। কিন্তু, আগুন নেভাতে ও কুলিং প্রসেস করতে দীর্ঘ সময় লাগে। প্রায় দেড় ঘণ্টার তৎপরতায় দমকলের ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন ৷ আগুন নিয়ন্ত্রণে আসলেও ভস্মীভূত হয়ে যায় ওই বিল্ডিংটি। একইভাবে পার্শ্ববর্তী বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় প্রশ্ন উঠেছে বেআইনি নির্মাণ ও তার ছাড়পত্র দেওয়া নিয়ে। এদিকে আগুন লাগার পর দমকল ও স্থানীয়দের তৎপরতায় বিল্ডিংয়ের আবাসিকদের দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একইভাবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে। দমকল আধিকারিকদের বক্তব্য, “ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ করতে অনেক অসুবিধায় পড়তে হয়েছে ৷” আগুন নিয়ন্ত্রণে আসার পরপরই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। দমকল অধিকারিদের সংগে কথা বলেন। পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আগুন দ্রুত কন্ট্রোল হয়েছে। হতাহতের কোনও খবর নেই। পাশের দু’টি বাড়ির গ্রাউন্ড ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা অনেক সাহায্য করেছেন। ঘিঞ্জি এলাকায় এই গোডাউনটি বহুদিন ধরেই রয়েছে। আমাদের প্রাথমিক কাজ আগুন নেভানো। সেটা সম্ভব হওয়ার পর বাকি বিষয়গুলি ক্ষতিয়ে দেখা হবে।”
Related Posts
‘মে আই হেল্প ইউ’ বুথ খুলছে রাজ্য সরকার, রোগী পরিষেবায় অভিনব উদ্যোগ
জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে রাজ্য জুড়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। পরিবার-পরিজন হয়রানির শিকার হচ্ছেন। এই পরিস্থিতিতে যাতে রোগী পরিষেবায় অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ‘বুথ’ খোলার উদ্যোগ নিল রাজ্য সরকার। সেইমতো কলকাতার সাতটি জায়গায় ‘মে আই হেল্প ইউ’ বুথ খোলার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হয়েছে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতর। জুনিয়র […]
এবার বিয়ের অনুষ্ঠানের আগেই মিলবে রূপশ্রীর ২৫ হাজার টাকা
রূপশ্রীর টাকা বিয়ের অনুষ্ঠানের পর পাওয়া যেত। এবার যাতে বিয়ের আগেই রূপশ্রীর টাকা হাতে পাওয়া যায়, তার জন্য ব্যবস্থা করছে রাজ্য সরকার। রাজ্য সরকার সাধারণ মানুষের কথা ভেবে আর্থিক ভাবে পিছিয়ে থাকা দরিদ্র পরিবারগুলিকে মেয়ের বিয়ে দেওয়ার জন্য এককালীন ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে। ‘রূপশ্রী’ নামের এই প্রকল্পের আওতায় বিয়ের আগে ২৫ হাজার টাকা পেতে হলে আবেদন […]
সন্ধান চাই! আরজি কর হাসাপাতালে ভাঙচুর কাণ্ডের পর ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ!
মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা ঘিরে যে রাতে কলকাতার রাত দখলে নেমেছিলেন মহিলারা, সেই মধ্যরাতেই কলকাতায় আর জি কর হাসাপাতালে ব্যাপক ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। বাংলা জুড়ে প্রশ্ন কারা এরা? হাসপাতালের ইমার্জেন্সিতে কার্যত তাণ্ডব চালিয়েছে এরা। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ ফেসবুকে পোস্টে বেশ কিছু ছবি তুলে ধরেছে। কলকাতা পুলিশের আপলোড করা ফেসবুক পোস্টের ছবিতে একাধিক […]