ফরাক্কা ব্যারেজের উপর পণ্যবোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ ঘটনার অভিঘাতে ব্যাহত হল ট্রেন পরিষেবা ৷ ট্রেন চলাচলের জন্য ফরাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার আগুনের জেরে ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে বিঘ্নিত হয় উত্তর-দক্ষিণের ট্রেন পরিষেবা। যদিও ডাউন লাইনে আপাতত রেল চলাচল স্বাভাবিক বলেই খবর ৷ কয়েকঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচলও ৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৭টা নাগাদ ৪৮ নম্বর গেটের সামনে ৷ জাতীয় সড়কের উপর দাউদাউ করে লরিটিকে জ্বলতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে ফরাক্কা ব্যারেজে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ জওয়ানরা। খবর দেওয়া হয় দমকলেও । ঘটনাস্থলে আসে ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। ঘণ্টাখানের চেষ্টায় লরির আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। যদিও ততক্ষণে লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। ব্যারেজে ওঠার দু’দিক সিল করে দেওয়া হয়েছে ঘটনার পর। ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন সিআইএসএফ জওয়ান ও পুলিশ আধিকারিকরা ।জানা গিয়েছে, এ দিন সকালে হঠাৎ মালদাগামী এই পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন ধরে যায় । ব্যারেজের 48 নম্বর গেটের সামনে চালক লরিটি দাঁড় করিয়ে দেন । ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করেছে লরিটি । আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে রেললাইনের দিকে ৷ এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় । আগুনের প্রভাবে বেশ কিছুক্ষণ বন্ধ করে দেওয়া হয় মালদা ডিভিশনের ট্রেন চলাচল । ফরাক্কা ও মালদায় দাঁড় করিয়ে রাখা হয় বেশ কয়েকটি ট্রেন । এখনও ফরাক্কা ও বৈষ্ণবনগরে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়েছে ৷ ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলের আধিকারিকরা আসেন ঘটনাস্থলে।এছাড়াও জাতীয় সড়কে এভাবে চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ফারাক্কা ব্যারেজে এলাকায়।
Related Posts
প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি, ব্যাহত বর্ধমান-হাওড়া শাখায় ট্রেন চলাচল
ভেঙে পড়ল ডাউন পাণ্ডুয়া হাওড়া লোকালের প্যান্টোগ্রাফ। সোমবার দুপুর দেড়টা নাগাদ জয়পুর রেল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই পাণ্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। দাঁড়িয়ে পড়ে ট্রেন। বন্ধ হয়ে যায় বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল। রেল ক্রসিংয়ের ওপর ট্রেন দাঁড়িয়ে পড়ায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। শুধুমাত্র বর্ধমানের দিকে যাওয়ার আপ লাইন চালু […]
‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা চালিয়েছে’, সন্দেশখালির পর এবার ভূপতিনগর নিয়ে সরব মোদি
রবিবার ভোটমুখী জলপাইগুড়িতে দাঁড়িয়ে সরাসরি ভূপতিনগরের কথা উল্লেখ করেননি। তবে সে প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দুর্নীতিবাজদের বাঁচাতে হামলা চালিয়েছে বলেই অভিযোগ তাঁর। বাংলার মাটিতে দাঁড়িয়ে তৃণমূলকে উচিত শিক্ষা দেওয়ার হুঙ্কারও দিলেন মোদি।শুক্রবার মধ্যরাতে ভূপতিনগর বিস্ফোরণ মামলার তদন্তে গ্রামে যায় এনআইএ। দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে নিয়ে বেরনোর সময় কেন্দ্রীয় […]
এবার বীরভূমের রাজগ্রামের লেভেল ক্রসিংয়ে গাড়িকে ধাক্কা মারল ট্রেন
লেভেল ক্রসিংকে গাড়িকে ধাক্কা মালগাড়ির। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক ও আরোহী। উত্তর ২৪ পরগনার খড়দহের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই রকমের দুর্ঘটনা বীরভূমের রাজগ্রামে। বৃহস্পতিবার রাতে ওই ঘটনার পর গাড়িটিকে আটক করেছে রেল পুলিশ। বীরভূমের রাজগ্রামে পাথর খাদানে রয়েছে একটি রেল লাইন। সেখানে শুধুমাত্র মালগাড়ি চলাচল করে। ওই লাইনের ওপর রয়েছে প্রহরীহীন […]