আগামী ১৯ এপ্রিল ভোট রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। এই তিন আসনে শান্তিপূর্ণ ভোট করানটাই বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। তবে রাজ্যে প্রথম দফায় সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। বিশেষ পর্যবেক্ষকের বৈঠকে সিদ্ধান্ত। এখনও পর্যন্ত ১৭৭ কোম্পানি রয়েছে রাজ্যে। আরও ১০০ কোম্পানি বাহিনী সম্ভবত পরের সপ্তাহেই চলে আসবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের ভোট হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই। সমস্ত বুথের জন্য আর কত বাহিনী লাগবে তা নিয়ে ১০ এপ্রিল সিদ্ধান্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই লোকসভা ভোটের জন্য বাংলায় দু’জন স্পেশাল অবজার্ভার বা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে একজন জেনারেল স্পেশাল অবজার্ভার। তিনি হলেন প্রাক্তন আমলা অলোক সিনহা। দ্বিতীয়জন প্রাক্তন আইপিএস অফিসার অনিল কুমার শর্মা। তিনি স্পেশাল পুলিশ অবজার্ভার। এই দুই পর্যবেক্ষকেদর উপস্থিতিতে শনিবার মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও অফিসে দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকে সিআরপিএফ এবং বিএসএফের কর্তারাও ছিলেন। সেখানেই সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এতেই ফিরবে ভোটারদের আস্থা।
Related Posts
‘কাঁথিতে কোন পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়?’ জঙ্গি গ্রেফতারি কাণ্ডে নাম না করে শুভেন্দুকে নিশানা কুণালের
বাঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের বাংলা যোগ ঘিরে শুপরু রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, মমতা বন্দ্য়োপাধ্যায়ের আমলে বাংলা জেহাদিদের স্বর্গ হয়ে উঠেছে। পালটা দিয়েছে তৃণমূলও। দুই মূলচক্রীকে ‘অধিকারী গড়’ হিসেবে পরিচিত কাঁথি থেকে গ্রেফতার করা হয়েছে। যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে […]
নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শিক্ষা দফতরের করা এফআইআর-এ একাধিক তৃণমূল নেতার নাম
অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এফআইআর গ্রহণ করল বিধাননগর উত্তর থানা। আর সেই এফআইআর-এ নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার তারই মধ্যে নতুন করে রাজ্যের এফআইআর-এ নাম যুক্ত হল পার্থ চট্টোপাধ্যায়ের। উল্লেখযোগ্য বিষয় হল, এফআইআর-এ যুক্ত করা হল প্রিভেনশন […]
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২
বিজেপির ডাকা ১২ ঘণ্টার বনধে আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার ৪২। অশান্তির অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।বীরভূমের মল্লারপুরের ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। আর এরপরেই মল্লারপুর থানার পুলিশের তরফ থেকে সেই অবরোধ তুলতে লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের উপর। ঘটনার পর বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়েছে।