দিল্লি সংলগ্ন হরিয়ানার গুরুগ্রাম শহরে একটি বড় দুর্ঘটনা ঘটেছে। এখানকার অর্জুন নগরে একটি শ্মশানের দেওয়াল ধসে চারজনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একটি নাবালিকাও রয়েছে। একই সঙ্গে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে যা পাশের একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে। মানুষ পুনরুদ্ধার করার সুযোগ পায়নি এবং ৪সেকেন্ডের মধ্যে দেয়াল ধসে পড়ে। লোকজন দেয়াল ঘেঁষে বসে ছিল। মদনপুরী শ্মশানের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। অর্জুন নগর কলোনীর লোকজন দেয়াল পড়ে যেতে দেখে সাহায্যের জন্য ছুটে আসেন। পরে লোকজন পুলিশে খবর দেয়। কিন্তু ততক্ষণে ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৭০বছর বয়সী দেবী দয়াল, ৫২ বছর বয়সী কৃষ্ণা, ৪১ বছর বয়সী মনোজ গাবা এবং একটি নাবালিকা রয়েছে। শ্মশানের তত্ত্বাবধায়ক এখনও কর্তৃপক্ষকে কিছু জানাননি। পুলিশ অবহেলার কারণে মৃত্যুর মামলা করেছে। আহত দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন, তাদের অবস্থা খুবই সংকটাপন্ন। এখনই কিছু বলা যাচ্ছে না। তাদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ করা হয়েছে।
Related Posts
টানা ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ, খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন
ফের চরম দুর্ভোগে পড়তে চলেছে রেলযাত্রীরা। টানা ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ, খড়গপুর ডিভিশনে বাতিল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে চলবে নন ইন্টারলকিং-এর কাজ। সেজন্যই বাতিল করা হল শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক ট্রেনের। কিছু ট্রেনের […]
বিতর্কের মধ্যে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং
অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) কাউন্সেলিং প্রক্রিয়া। সূত্রের খবর, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিতর্কের মধ্যেও প্রাথমিকভাবে নিটের কাউন্সেলিং চালিয়ে যেতে চাইছিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তবে এখন অনির্দিষ্টকালের কাউন্সেলিং প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হল। কবে থেকে ফের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে আপাতত কেন্দ্রীয় সরকারের তরফে কিছু জানানো হয়নি। স্নাতক স্তরের সর্বভারতীয় মেডিক্যাল […]
মধ্যপ্রদেশের ভোপালের সরকারি স্কুলে একগুচ্ছ শাস্তির অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা
স্কুলের ডিসিপ্লিন ইনচার্জের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে স্কুলে ভাঙচুর চালাল ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের এক সরকারি স্কুলে। সরোজিনী নায়ডু হায়ার সেকেন্ডারি স্কুলে বুধবার রীতিমতো তাণ্ডব চালায় পড়ুয়ারা। ছাত্রীদের অভিযোগ, স্কুলে ঢুকতে সামান্য দেরী হলেও অমানবিক শাস্তির মুখে পড়তে হয় তাদের। দেরী করে আসার মতো সামান্য অপরাধের শাস্তি হিসেবে ছাত্রীদের চড়া রোদে দাঁড় করিয়ে রাখা […]