হাথরাসে ভয়াবহ দুর্ঘটনা। বাসের ধাক্কায় নিহত ১৭ জন। শুক্রবার উত্তর প্রদেশের হাতরাসের কাছে আগ্রা-আলিগড় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। একটি রোডওয়েজ বাসের সঙ্গে ভ্যানের ধাক্কায় প্রাণ যায় যাত্রীদের। নিহতদের মধ্যে রয়েছেন নারী এবং শিশুরাও। আহত ১৬ জনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কানওয়ারপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্ত শেষে নিহতদের দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাথরাসের পুলিশ সুপার (এসপি) নিপুন আগরওয়াল বলেছেন, “আগ্রা-আলিগড় জাতীয় সড়কে বাসটি ওভারটেক করতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে।” নিহতরা হলেন- ইরশাদ (২৫), মুন্নে খান (৫৫), মুসকান (১৬), তল্লি (২৮), তাবাসসুম (২৮), নাজমা (২৫), ভোলা (২৫), খুশবু (২৫), জামিল (৫০) ), ছোট (25), আয়ান (দুই), সুফিয়ান (এক), আলফাজ (ছয়), শোয়েব (পাঁচ) এবং ইশরাত (50)। এসপি আরও জানিয়েছেন যে, নিহতদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং ঘটনায় যাদের গাফিলতি রয়েছে তাদের ছাড় দেওয়া হবে না। নিহতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যেক মৃতের নিকটাত্মীয়ের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছেন।
Related Posts
ভারতে মিলল প্রথম মাঙ্কিপক্সের হদিস, আক্রান্ত ১
ভারতের প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস পাওয়া গেল। ভিনদেশ থেকে ভারতে আসা ওই ব্যক্তির দেহে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আপাতত ওই যুবককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানানো হয়েছে। তাঁর দেহ থেকে নমুনা নিয়ে পরীক্ষা করে ইতিমধ্যেই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। ভারতে মাঙ্কিপক্সে আক্রান্তদের খোঁজে ইতিমধ্যেই সতর্ক হয়েছে প্রশাসন। কন্টাক্ট ট্রেসিংএর […]
RG Kar: সুপ্রিমকোর্টের কড়া অবস্থানের পরেই ১৩ দিন পর কর্মবিরতি প্রত্যাহার দিল্লি এইমসের ডাক্তারদের
আরজি কর কাণ্ডের পরেই চিকিৎসা পরিষেবা শিঁকেয় তুলে দেশ জুড়ে কর্মবিরতিতে নেমে পড়েছেন বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য মন্ত্রক থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের আর্জিতেও কর্মবিরতি প্রত্যাহার করেননি তারা। কিন্তু আজ বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নিতেই সুড়সুড় করে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে শুরু করেছেন তাঁরা। অবশেষে, এইমস দিল্লির রেসিডেন্ট ডাক্তাররা […]
একটানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত ত্রিপুরায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, উদ্ধারকাজে গিয়ে মৃত আরও ২ জওয়ান
বিপর্যস্ত ত্রিপুরায় মর্মান্তিক ঘটনা। দুর্গতদের উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল দুই জওয়ানের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর পূর্ব ভারতের এই রাজ্য। ত্রিপুরার গ্রামের পর গ্রাম এখন জলের তলায়। দুর্যোগের কবলে পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪ জনের। জানা গিয়েছে, বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ত্রিপুরা স্টেট রাইফেলসের দুই জওয়ান। বন্যা কবলিত এলাকায় উদ্ধারকাজ চালাচ্ছে […]