লাদাখের খাদে থেকে ২৭ জন বাস যাত্রীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী

 লাদাখে খাদে পড়ে গিয়েছিল বাস। সেখান থেকে ২৭ জন যাত্রীকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছিল লাদাখের দুরবুকে। একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন বাসের যাত্রীরা। তবে এরপরই খাদে পড়ে যায় বাসটি। ঘটনার জেরে সাতজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। মঙ্গলবার এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এরপরই উদ্ধারকাজে নেমে পড়ে সেনাবাহিনী। দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ২৭ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয় মিলিটারি হাসপাতালে পাঠানো হয়েছে। কাজে লাগানো হয় সেনাবাহিনীর হেলিকপ্টারও।  সেনাবাহিনীর এই উদ্যোগ তারিফ কুড়োচ্ছে সকলের কাছে। প্রসঙ্গত, এই এলাকায় এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। তারপর থেকে বেশ কয়েকবার সতর্কতা অবলম্বন করা হয়। তবে ফের এই ঘটনা কেন ঘটল তা খতিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন। 

error: Content is protected !!