আইপিএল এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৪ উইকেটে হারিয়ে কোয়ালিফায়ার-২-এ জায়গা করে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান এখন কোয়ালিফায়ার-২-এ সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে ২৪ মে, ম্যাচটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে। আহমেদাবাদে টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। বেঙ্গালুরু 20 ওভারে 8 উইকেটে 172 রান করে। রাজস্থান 19 ওভারে 6 উইকেটে লক্ষ্য অর্জন করে। ছক্কা মেরে দলকে জয় এনে দেন রোভম্যান পাওয়েল। রাজস্থানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন যশস্বী জয়সওয়াল। রায়ান পরাগ ৩৬ রান করে আউট হন এবং শিমরন হেটমায়ার ২৬ রান করে আউট হন। মোহাম্মদ সিরাজ নেন ২ উইকেট। একটি করে উইকেট পান ক্যামেরন গ্রিন, কর্ণ শর্মা ও লকি ফার্গুসন। একটা ব্যাটার ফুরিয়ে গেল। আরসিবি থেকে রজত পতিদার ৩৪ ও বিরাট কোহলি ৩৩ রান করেন। আইপিএলে ৮ হাজার রান পূর্ণ করেছেন কোহলি। লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। আভেশ খান নেন ৩ উইকেট। রবিচন্দ্রন অশ্বিন পেয়েছেন ২টি সাফল্য।
Related Posts
৪ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালস: ২২৪/৪ (পন্থ ৮৮, অক্ষর ৬৬, সন্দীপ ৩/১৫,গুজরাত টাইটান্স: ২২০/৮ (সুদর্শন ৬৫, মিলার ৫৫, রসিক ৩/৪৪).৪ রানে জয়ী দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের দাপুটে ইনিংসে ভর করে গুজরাত টাইটান্সকে হারালো দিল্লি ক্যাপিটালস । এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শুভমন। রান পাননি দিল্লির প্রথম দিকের স্বীকৃত ব্যাটারেরা। তবু গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪ উইকেটে […]
‘চিটিং করে অলিম্পিক্সে গিয়েছিলেন, বেশ হয়েছে, ভগবান শাস্তি দিয়েছে’, কংগ্রেসের টিকিট পেতেই ভিনেশকে আক্রমণ বিজেপি নেতা ব্রিজভূষণের
ভিনেশ ফোগতের কংগ্রেসে যোগদান এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনে তাঁর টিকিট পাওয়া নিয়ে কটাক্ষ করে অভিযোগ তুললেন ব্রিজভূষণ শরণ সিং। কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের মন্তব্য, ‘চিটিং করে খেলতে চেয়েছিল। বেশ হয়েছে! ভগবান ওকে শাস্তি দিয়েছে।’ কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধেই যৌন হেনস্থার অভিযোগ তুলে পথে নেমেছিলেন ভিনেশ ফোগত, বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। […]
১১৯ রান করেও টি-টোয়েন্টি বিশ্বকাপে ৬ রানে পাকিস্তানকে হারালো ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের জয় ভারতের। প্রথম ব্যাট করে ১১৯ রান তুলেছিল ভারত। সহজ রানের লক্ষ্য পেয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ জিততে পারেনি। ভারতীয় বোলারদের দাপটে হেরে গেল পাকিস্তান। ১১৩ রানে শেষ হয়ে গেল তাদের ইনিংস। খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। প্রথম ওভার হওয়ার পরেই আবার বৃষ্টি নামে। কিছু […]