এবার ইজরায়েলি সেনা হামলা চালাল দক্ষিণ গাজার রাফায় শরণার্থী শিবিরে। প্রাণ গিয়েছে বহু শিশুর। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। আহত হয়েছে বহু মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই হামলার জেরে সমালচনার সম্মুখীন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর দাবি,”সাধারণ নাগরিকদের ক্ষতি না করার চেষ্টা করেছিলাম। তারপরেও গতকাল রাতে একটি মর্মান্তিক ভুল হয়ে গিয়েছে।” একইসঙ্গে তিনি জানিয়েছেন, কীভাবে এই ভুল হল, তার তদন্ত চলছে। শরণার্থী শিবিরে হামলার কথা আগেই স্বীকার করে নিয়েছে ইজরায়েলের সেনা। তারা জানিয়েছিল, রাফায় একটি বসতি এলাকা লক্ষ্য করে মিসাইল হামলা চালানো হয়েছিল। এদিকে পালেস্তাইনের দাবি করেছিল, উত্তর গাজা থেকে আসা শরণার্থী শিবিরেই হামলা করেছে ইজরায়েলি সেনা। অবশেষে প্যালেস্তাইনের এই দাবিকে মেনে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এই হামলার জেরে মৃতের সংখ্যা বাড়বে এই বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রকের দাবি, হাসপাতালে কোনও জীবনদায়ী ওষুধ নেই। বেশিরভাগ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই যুদ্ধের জেরে প্রাণ হারিয়েছেন। ফলে রেডক্রস ও রাষ্ট্রসংঘের আশঙ্কা, আহতরা সকলেই প্রাণ হারাবে।
Related Posts
কেজরিওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করা নিয়ে ফের মোদি সরকারকে বিশেষ বার্তা আমেরিকার
লোকসভা ভোটের মুখে আন্তর্জাতিক মহলের চাপে মোদি সরকার। আবগারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে ফের নয়াদিল্লিকে বিশেষ বার্তা দিল আমেরিকা। জার্মানির পর দু’দিন আগে কেজরিওয়াল ইস্যুতে মুখ খোলে ওয়াশিংটন। তারা জানায়, সুনির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছতার সঙ্গে বিচারের প্রক্রিয়া শেষ করুক নয়াদিল্লি। যদিও আমেরিকার এই বক্তব্যকে ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। এই বিবৃতির ২৪ ঘণ্টার […]
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। জানা গেছে, হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর। স্লোভাকিয়ার সরকারি সংবাদ মাধ্যম টিএএসআর বুধবার স্লোভাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহাকে বিবৃত করে এই খবর জানিয়েছে। একটি সরকারি অফ সাইট বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফিকো। তবে তাঁকে লক্ষ্য করে […]
পাকিস্তানে টায়ার ফেটে খাদে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ২৮, আহত ২২
পাকিস্তানে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২২ যাত্রী। হতাহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছেন। যাত্রীবোঝাই বাসটি গোয়াদর থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। এ সময় ওয়াশু স্থানের বাসের টায়ার ফেঁটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে হতাহতের এই ঘটনা ঘটে। আহতদের বাসিমার সিভিল হাসপাতালে স্থানান্তর করেছে উদ্ধারকারী ও […]