মহারাষ্ট্রে আয়কর দপ্তরের অভিযানে ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত

মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা । উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। আয়কর দপ্তর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারি বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ ছিল। সেই সূত্রেই পুনে, নাসিক, নাগপুর, সহ মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক মিলে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, নান্দেড়ে ভান্ডারীদের থেকে ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র। নথিগুলি যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে করে নান্দেড়ে পৌঁছান। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দপ্তর। আগামীতেও তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।

error: Content is protected !!