মহারাষ্ট্রের নান্দেড়ে আয়কর দপ্তরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা । উদ্ধার হয়েছে কেজি কেজি সোনা। আয়কর দপ্তর সূত্রে খবর, নান্দেড়ে ভান্ডারী পরিবারের বেসরকারি বিনিয়োগের ব্যবসা রয়েছে। সেই ব্যবসায় কর ফাঁকির অভিযোগ ছিল। সেই সূত্রেই পুনে, নাসিক, নাগপুর, সহ মহারাষ্ট্রের ছ’জেলায় শতাধিক আয়কর আধিকারিক মিলে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে, নান্দেড়ে ভান্ডারীদের থেকে ১৭০ কোটি টাকার হিসাব-বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাতে রয়েছে ১৪ কোটি নগদ টাকা। এ ছাড়া উদ্ধার হয়েছে ৮ কেজি সোনা এবং প্রচুর নথিপত্র। নথিগুলি যাচাই করে দেখছেন আয়কর কর্তারা। একশো জনেরও বেশি আয়কর আধিকারিক ২৫টি গাড়িতে করে নান্দেড়ে পৌঁছান। নান্দেড়ের আলি ভাই টাওয়ার নামের বিল্ডিংয়ে ভান্ডারী ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে গিয়ে তল্লাশি শুরু করে আয়কর দপ্তর। আগামীতেও তল্লাশি অভিযান চলবে বলে জানা গিয়েছে।
Related Posts
মহারাষ্ট্রে ১৯ বছরের নাতনিকে ১০ বছর ধরে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেফতার দাদু
বছরের পর বছর ধরে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে। ১৯ বছরের নাতনিকে বিগত ১০ বছর ধরে লাগাতার দর্শন করে যাচ্ছেন ৫৮ বছরের সৎ দাদু। মহারাষ্ট্রের কুরার থানা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সৎ নাতনিকে খুনের হুমকি দিয়ে তাঁর উপর ১০ বছর ধরে যৌন নির্যাতন চালিয়ে গিয়েছেন অভিযুক্ত। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করেছে কুরার […]
অযোধ্যার রাম মন্দিরের মহিলা কর্মীকে লাগাতার গণধর্ষণ, গ্রেফতার ৮
এবার অযোধ্যাতেও লাগল গণধর্ষণের দাগ। মন্দিরের পরিচারিকার কাজ করা এক কলেজ পড়ুয়া স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে এই অভিযোগ আনলেন। অযোধ্যার কড়া নিরাপত্তা বলয় এলাকার মধ্যেই গেস্টহাউসে ধর্ষিতা হওয়ার অভিযোগ জানালেন ওই কলেজ পড়ুয়া। ঘটনার খবর জেনেও চলে টালবাহানা। অভিযোগ নিতে এক সপ্তাহ সময় নিয়েছে অযোধ্যা পুলিশ। পরে অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়। কলেজ ছাত্রীর […]
কংগ্রেসের সঙ্গ ত্যাগ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করল আপ
কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না। […]