আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিসিসিআই সচিব। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে, নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয় শাহ। দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। এবার আরও বড় পদে বসতে চলেছেন তিনি। তবে জয় শাহই যে আগামীদিনে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, সেই আভাস বহুদিন ধরেই ছিল ক্রিকেটমহলে। শোনা গিয়েছিল, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর চেয়ারম্যান পদে থাকতে আগ্রহী নন। তার পর থেকেই চেয়ারম্যান পদে সকলের চেয়ে এগিয়ে যান জয় শাহ। তবে এই পদের নির্বাচনে মনোনয়ন দেননি আর কোনও বোর্ড কর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
Related Posts
‘নিজেকে ছাড়া সবাইকে দোষারোপ করেন শিক্ষামন্ত্রী’, নিট দুর্নীতির ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব রাহুল-অখিলেশ
বাজেট অধিবেশনের শুরুতেই নিট বিতর্কে উত্তপ্ত সংসদ ৷ একের পর এক প্রশ্নবাণে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কনৌজের সাংসদ অখিলেশ যাদব ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও সরব হন তাঁরা ৷ উত্তরে যুক্তি সাজিয়েছেন ধর্মেন্দ্র প্রধানও ৷ রাহুল গান্ধি বলেন, ‘‘নিজেকে ছাড়া প্রত্যেককে কাঠগড়ায় তোলেন শিক্ষামন্ত্রী ৷ উনি এই পদের যোগ্য নন ৷ […]
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ!
পদের অপব্যবহার করে ২ জায়গা থেকে বিপুল অঙ্কের টাকা বেতন নিয়েছেন সেবি চেয়ারম্যান মাধবী পুরি বুচ। তথ্যপ্রমাণ ও ব্যাঙ্কের নথি দেখিয়ে মাধবীর বিরুদ্ধে অভিযোগ তুলল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা পবন খেরা। ১৭ থেকে ২১ সাল পর্যন্ত সেবির স্থায়ী সদস্য হওয়া সত্বেও আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে চার বছরে ১৬ কোটির টাকার বেশি বেতন […]
ছত্তীসগঢ়ে নিরাপত্তাবাহিনী ও পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ২৯জন মাওবাদী
লোকসভা ভোটের আগে ছত্তিশগড়ের বিভিন্ন জেলায় মাওবাদী অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী ও পুলিশ। সেই অভিযানেই ফের মিলল সাফল্য। ছত্তীসগঢ়ে পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত ২৯ জন মাওবাদী। উদ্ধার প্রচুর অত্যাধুনিক অস্ত্র। ঘটনাটি ঘটেছে কাঁকেড় জেলায়। বস্তারের আইজি পি সুন্দরাজ জানিয়েছেন, ‘যেখানে গুলির লড়াই হয়, সেখানে ২৯ মাওবাদী দেহ উদ্ধার পাওয়া গিয়েছে। সংঘর্ষ আহত হয়েছেন ৩ জওয়ান। […]