বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ছেলে জয় শাহ

আইসিসির ইতিহাসে কনিষ্ঠতম হিসাবে আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হলেন জয় শাহ। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন বিসিসিআই সচিব। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। আগামী দিনে ক্রিকেটকে আরও ছড়িয়ে দিতে চান গোটা বিশ্বে, নতুন পদে নির্বাচিত হয়ে এই কথাই জানালেন জয় শাহ। দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। এবার আরও বড় পদে বসতে চলেছেন তিনি। তবে জয় শাহই যে আগামীদিনে আইসিসি চেয়ারম্যান হতে চলেছেন, সেই আভাস বহুদিন ধরেই ছিল ক্রিকেটমহলে। শোনা গিয়েছিল, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে আর চেয়ারম্যান পদে থাকতে আগ্রহী নন।  তার পর থেকেই চেয়ারম্যান পদে সকলের চেয়ে এগিয়ে যান জয় শাহ। তবে এই পদের নির্বাচনে মনোনয়ন দেননি আর কোনও বোর্ড কর্তা। মঙ্গলবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। সময়সীমার মধ্যে আর কোনও প্রার্থীই মনোয়ন দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। 

error: Content is protected !!