প্রকাশ্যে এলো “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার

সুপারস্টার সুরিয়া শিবকুমারকে নতুন অবতার দেখে হইচই বলিপাড়ায়। প্রকাশ্যে এল “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার। পোস্টারে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দক্ষিণী সুপারস্টার সুরিয়া শিবকুমারকে। ট্রাইবাল পোশাক, বোহেমিয়ান হেয়ারস্টাইল, হাতে আনত তলোয়ার তাঁর। একদিকে জ্বলছে অরণ্য, অন্যদিকে কংক্রিটের শহর। ছবির শিরোনাম ! স্টুডিও গ্রিনস পোস্টারটি প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখেন, “যেখানে অতীত এবং বর্তমানের সংঘর্ষ হয়, সেখানে একটি নতুন ভবিষ্যত শুরু হয়..#কাঙ্গুভা..বিশ্বব্যাপী সিনেমায় 2024 সালে মুক্তি পাচ্ছে। #শুভ তামিল নববর্ষ”। সিরুথাই শিভা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়াম, জগপতি বাবু এবং যোগী বাবু।

error: Content is protected !!