সুপারস্টার সুরিয়া শিবকুমারকে নতুন অবতার দেখে হইচই বলিপাড়ায়। প্রকাশ্যে এল “কাঙ্গুভা” ছবির প্রথম পোস্টার। পোস্টারে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখা যায় দক্ষিণী সুপারস্টার সুরিয়া শিবকুমারকে। ট্রাইবাল পোশাক, বোহেমিয়ান হেয়ারস্টাইল, হাতে আনত তলোয়ার তাঁর। একদিকে জ্বলছে অরণ্য, অন্যদিকে কংক্রিটের শহর। ছবির শিরোনাম ! স্টুডিও গ্রিনস পোস্টারটি প্রকাশ্যে এনে ক্যাপশনে লেখেন, “যেখানে অতীত এবং বর্তমানের সংঘর্ষ হয়, সেখানে একটি নতুন ভবিষ্যত শুরু হয়..#কাঙ্গুভা..বিশ্বব্যাপী সিনেমায় 2024 সালে মুক্তি পাচ্ছে। #শুভ তামিল নববর্ষ”। সিরুথাই শিভা পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিশা পাটানি, নটরাজন সুব্রামানিয়াম, জগপতি বাবু এবং যোগী বাবু।
Related Posts
প্রয়াত কন্নড় অভিনেত্রী অপর্ণা ভাস্তারে
প্রয়াত অভিনেত্রী অপর্ণা ভাস্তারে (৫৭)। ১৯৮৫ সালে কন্নড় মুভি ‘মাসানাদা হোভু’-এর মাধ্যমে আত্মপ্রকাশ করেন তিনি।১ ৯৯০ সালে অল ইন্ডিয়া রেডিওতে রেডিও জকি এবং ডিডি চন্দনা-তে সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ইলাদা মেলে, প্রীতি ইলাদা মেলের মতো জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন।এদিকে স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। শুক্রবার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের এই খবর দিয়েছেন […]
সলমনের বাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও ১
গুলি চালানোর অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার সাগর পাল, ভিকি গুপ্তা। সলমন গুলি কাণ্ডে এবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল মুম্বই পুলিশ। খবর, গাজিয়াবাদের রোহিত ত্যাগী হামলার পরে গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে বান্দ্রা থানা পর্যন্ত লরেন্স বিষ্ণোইয়ের নামে একটি ক্যাব বুক করেছিল। সেই খবর পেতেই গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত দু’দিনের জন্য বান্দ্রা থানায় জেল হেফাজত […]