বোলারদের ঝড়ে আইপিএল জেতার কাছে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। দীর্ঘ ১০ বছর আইপিএল খেতাব জিততে হলে নাইট রাইডার্সের চাই ১১৪ রান। কলকাতা জুড়ে ঝড় নিয়ে আতঙ্কের মাঝে আইপিএল নিয়ে উচ্ছ্বাস শুরু হয়ে গিয়েছে। আইপিএলের ফাইনালের ইতিহাসে সর্বনিম্ন স্কোর করল সানরাইজার্স হায়দরাবাদ। অবিশ্বাস্য বোলিং করলেন বেগুনি জার্সির বোলাররা। কামিন্সদের বিরুদ্ধে আরও একবার জ্বলে উঠলেন মিচেল স্টার্ক। নাইটদের যত জন বল করলেন সবাই উইকেট পেলেন। আন্দ্রে রাসেল নিলেন ১৯ রান দিয়ে নেন ৩টি উইকেট, স্টার্ক ও হর্ষিত রানা ২টি করে। রবিবার সন্ধ্যায় আইপিএলের ফাইনালে কেকেআর-এর বোলাররা অবিশ্বাস্য বোলিং করলেন। মিচেল স্টার্ক, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল-দের ঝড়ে চলতি আইপিএলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মত ভেঙে পড়ল। প্রথম বল থেকেই মিচেল স্টার্ক দাপট দেখাতে শুরু করেন। ঠিক যেমন হয়েছিল কোয়ালিফায়ার ওয়ানে আমেদাবাদে। স্টার্ক প্রথম ওভারেই আউট করেন সান রাইজার্সের ওপেনার অভিষেক শর্মা (০)-কে। এরপরের ওভারেই সানদের সবচেয়ে বড় ধাক্কা দেন বৈভব আরোরা।
Related Posts
বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-রাজস্থানের ম্যাচ, লিগ টেবিলের শীর্ষেই রইল কেকেআর
বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-রাজস্থান ম্যাচ। রবিবার গুয়াহাটিতে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলা হল না শ্রেয়স আইয়ারদের। এদিন বৃষ্টির জেরে বারবার পিছিয়ে যায় টস। শেষ পর্যন্ত রাত ১০টা ১৫ নাগাদ টস হয়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা। যদিও আরেক দফায় বৃষ্টি শুরু হলে ম্যাচ অফিসিয়ালরা পয়েন্ট ভাগাভাগির সিদ্ধান্ত নেন। এর ফলে লিগ টেবিলে […]
টিম ইন্ডিয়ার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ, ২৮০ রানে বিশাল জয় ভারতের
প্রথম ইনিংসভারত: ৩৭৬ (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৮৩/৫)বাংলাদেশ: ১৪৯ (শাকিব ৩২, মেহেদ ২৭, বুমরাহ ৫০/৪) দ্বিতীয় ইনিংসভারত: ২৮৭/৪ (ডিক্লেয়ার) (শুভমান ১১৯, ঋষভ ১০৯, মেহেদি ১০৩/২)বাংলাদেশ: ২৩৪ (শান্ত ৮৩, শাদমান ৩৫, অশ্বিন ৮৮/৬) প্রথম টেস্টের লজ্জার হারের সম্মুখীন হতে হল বাংলাদেশকে। টিম ইন্ডিয়ার ঝড়ে উড়ে গেল বাংলাদেশ। ব্যাটে-বলে একতরফা দাপট দেখিয়ে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় […]
বিশেষ জার্সি পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ফটোসেশন টিম ইন্ডিয়ার
এদিন দুপুর ১২টা ৪৫মিনিট প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ টিম ইন্ডিয়ার। ট্রফি হাতে মোদির সঙ্গে ছবি তুললেন রোহিত-দ্রাবিড়রা। প্রকাশ্যে সেই ভিডিও। আজ দিনভর একাধিক সেলিব্রেশন কর্মসূচি টিম ইন্ডিয়ার। ফের দিল্লি বিমানবন্দরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া।সেখানে সেলিব্রেশনের আয়োজন করা হয়েছে।ভারতীয় দলের গন্তব্য এ বার মুম্বই। চার্টার্ড বিমানে মুম্বই যাবে দল। সেখানে হুড খোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন […]