শহরের একটা অংশে ১৪৪ ধারা জারি করল কলকাতা পুলিশ। আগামী ২৮ মে থেকে দু’মাসের জন্য মধ্য কলকাতায় ধর্মতলার মোড়ের কাছের একটি অংশে জারি করা হয়েছে ১৪৪ ধারা! নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে শহরের ওই অংশে ‘হিংসাত্মক কর্মসূচি’ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শান্তি বিঘ্নিত হতে পারে বৌবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ট্র্যাফিক গার্ড (হেড কোয়ার্টার)-এর আওতায় থাকা কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তায়। ওই অংশেই এসে মিশেছে বেন্টিঙ্ক স্ট্রিট। তবে ওই রাস্তাকে ১৪৪ ধারার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, ওই নোটিস অনুযায়ী যে দিন থেকে কলকাতায় ১৪৪ ধারা জারি হচ্ছে, ওই একই দিনে অর্থাৎ, ২৮ মে কলকাতা উত্তরে রোড-শো করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার পরের দিন অর্থাৎ ২৯ মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদযাত্রা করবেন ওই কেন্দ্রে। যদিও পুলিশ কমিশনার যে এলাকায় ১৪৪ ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী- দু’জনেরই রোড-শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়। তাঁদের ‘রুট’ অন্য। অন্য একটি সূত্রে জানা গেছে, ওই অংশে ১৪৪ ধারা জারির নির্দেশ নতুন নয়। প্রতি দু’মাস অন্তর ওই সীমিত এলাকার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। দু’মাস অন্তর সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়। এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি এবং তারও আগে গত বছরের ৩০ নভেম্বর, দু’মাসের জন্য কলকাতার ওই অংশে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। জারি করা হয়েছিল তার আগেও। অর্থাৎ, কলকাতার ওই নির্দিষ্ট অংশে ১৪৪ ধারা জারি করা ‘রুটিন’ বলেই জানিয়েছে পুলিশ।
Related Posts
বিধানসভায় নীতি আয়োগের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব, ওয়াকআউট বিজেপির
বিধানসভার শুরুতেই নীতি আয়োগ নিয়ে নিন্দা প্রস্তাব আনল রাজ্যের শাসকদল তৃণমূল । এদিন অধিবেশনের শুরুতে এই প্রস্তাব নিয়ে আসেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া । বিধানসভায় এর বিরোধিতা করে কক্ষ ত্যাগ করেন বিজেপির বিধায়করা । তাঁরা দাবি করেন, সুপরিকল্পিত মিথ্যাচার করা হচ্ছে । তিনি ভাইপোকে সেটিং করতে গিয়েছিলেন । তাতে ব্যর্থ হয়েছেন । এখন বলছেন মাইক […]
ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ডাম্পার
ভোররাতে পঞ্চান্ন গ্রামের দুর্ঘটনা। তিলজলা থানার অন্তর্গত ই.এম.বাইপাসে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সরাসরি ফুটপাথের ধারে দোকানে গিয়ে ধাক্কা মারে।প্রথমে রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা মারে ডাম্পারটি ৷ গাছটি ভেঙে ডাম্পারটি ফুটপাতে উঠে গেলেও এরপর নিয়ন্ত্রণ হারিয়ে এরপর ধাক্কা মারে একটি টাইলস-মার্বেলের দোকানে। এই ঘটনায় ডাম্পারে খালাসি আহত হয়েছেন। তার মাথায় গুরুতর চোট লেগেছে […]
স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর, ৪০ কোটি মঞ্জুর করল রাজ্য অর্থ দফতর
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারকীয় ঘটনায় স্বাস্থ্য পরিষেবায় সুরক্ষা আর নিরাপত্তায় জোর দিয়েছে রাজ্য। এই মর্মে বাংলার সব মেডিক্যাল কলেজের নিরাপত্তা জোরদার করতে ১০০ কোটি টাকা বরাদ্দ করে নবান্ন। তার মধ্যে ৪০ কোটি টাকা মঞ্জুর করল রাজ্যের অর্থ দফতর। রাজ্যের ২৮টি মেডিক্যাল কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য সরকারের। তাই সিসি ক্যামেরা লাগানো-সহ এক গুচ্ছ […]