গতকাল রাতে বৃষ্টি হয়েছে কলকাতা সহ কয়েকটি জেলায়। তবে দক্ষিণের কিছু জেলায় আজ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে কিছুটা বাড়বে বৃষ্টির পরিমাণ। রবিবার আরও কিছুটা বাড়বে বৃষ্টি। চলতি উইক এন্ডে সাময়িক ভাবে তাপ্রবাহের কবলে বাইরে যেতে চলেছে বাংলা। বৃহস্পতিবার উত্তরের উপরের দিকের ৫ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টি হবে। আজ দক্ষিণের হাওড়া, হুগলি, কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামিকাল শুক্রবার উত্তরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণের প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকটা অংশ জুড়ে বৃষ্টি হবে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণের কিছু জেলা এই তালিকা থেকে বাদ। শনিবার ১৫ তারিখ উত্তরে উপরের ৫ জেলা সহ সমস্ত জেলায় কখনও ভারী কখনও অতি ভারী বৃষ্টি। দক্ষিণের মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান সহ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া।আজ এবং ১৪ তারিখ তেমন উল্লেখযোগ্য বৃষ্টি পাবে না কলকাতা। ১৫ তারিখ খুব সামান্য বৃষ্টি পেতে পারে। ১৬, ১৭ এবং ১৮ কিছুটা আশানুরূপ বৃষ্টি পাবে কলকাতা। মৌসুমী বায়ু নিয়ে দিল্লির মৌসম ভবন আজ বিকেলে কিছু আপডেট দিতে পারে। আরও বিস্তারিত শুক্রবার ১৪ তারিখের আগে পাওয়া যাবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ৩১ মে থেকে আজ ১৩ জুন পর্যন্ত একই জায়গায় অনড় মৌসুমী অক্ষরেখা। আগামী ২০ জুন মৌসুমী অক্ষরেখা কিছুটা দক্ষিণের দিকে সরতে চলেছে বলে এখনও পর্যন্ত প্রাপ্ত উপগ্রহ চিত্রে প্রকাশ। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ১৮ তারিখের পর পশ্চিমবঙ্গের উপকূল হয়ে সমতলের দিকে কিছুটা এগোতে পারে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা মহারাষ্ট্রের নাসিক থেকে নিজামাবাদ সুকমা মালকানগিরি হয়ে সিকিম ঘুরে আসাম পর্যন্ত বিস্তৃত। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরের ওপর এটির অবস্থান। এই অক্ষরেখার একটি খন্ডিত অংশ পশ্চিম বিহার থেকে উত্তরবঙ্গের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত গেছে। এই জোড়া অক্ষরেখার যোগফলে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। মধ্য আরব সাগরের প্রায় গোটাটাই এই মুহূর্তে মৌসুমী বায়ুর গ্রাসে। গুজরাট এবং মহারাষ্ট্রের প্রায় পুরোটাই এই মুহূর্তে মৌসুমী বায়ু দ্বারা বেষ্টিত।
Related Posts
এর নাম বোমা! আদালতের রায় ৪৮ ঘণ্টা আগে গদ্দার জানল কীভাবে? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার সভা থেকে নাম না করে গদ্দার অধিকারী ও বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বলছে বোমা ফাটাবে। বোমা কী? ২৬ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে। মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম বোমা! ধিক্কার জানাই। কোর্ট কী রায় দেবে, গদ্দার আগে জানল […]
সপ্তম দফার ভোট অশান্তি ঠেকাতে বাড়ছে কুইক রেসপন্স টিমের সংখ্যা
ষষ্ঠ দফার ভোটে কুইক রেসপন্স টিমের দেখা মেলেনি এমনই অভিযোগ বিরোধীদের। সপ্তম দফায় এক ধাপে বেড়ে গেলো কুইক রেসপন্স টিমের সংখ্যা। ১ জুনের ভোটে থাকবে ১৯০০টি কুইক রেসপন্স টিম ।সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতায় থাকবে মোট ৬০০টি কিউআরটি। সপ্তম দফার ভোটে মোট মোতায়েন করা হবে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশন সূত্রে […]
সন্দেশখালিতে বিজেপি কর্মীদের দোকানে আগুন
ফের উত্তেজনা সন্দেশখালিতে। সেখানকার ভান্ডারখালি বাজারে ৩ বিজেপি কর্মীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির খুলনা গ্রাম পঞ্চায়েতের চৌমাথাতে সাত সকালে পরপর চারটি আগুন লাগে। দোকানে আগুন লাগলে পরপর চারটি দোকানের ভিতর থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকাবাসীর নজরে আসতেই গ্রামের মানুষ আগুন নেভানোর […]