পঞ্চম দফায় দেশে ভোট পড়ল মাত্র ৫৭.৪৭ শতাংশ, বাংলার ৭ কেন্দ্রে ভোটের হার ৭৩ শতাংশ

শেষ হল লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ৷ ৬টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি কেন্দ্রে এদিন ছিল ভোটগ্রহণ ৷ কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ ৷ পূর্বের রাজ্যটিতে ভোট পড়েছে ৭৩.০০% ৷ পঞ্চম দফায় নজর ছিল মুম্বইয়ে ৷ শাহরুখ খান, অমিতাভ বচ্চন-সহ সেখানে ভোট দিলেন প্রথমসারির প্রায় সকল তারকাই ৷ তবু ভোটদানের নিরিখে পিছিয়ে রইল মুম্বই ৷ বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যনগরীতে ভোট পড়েছে ৫০ শতাংশেরও কম ৷ পঞ্চম দফা শেষের সঙ্গেই অপেক্ষা শুরু ষষ্ঠ দফার ৷ যা অনুষ্ঠিত হবে আগামী ২৫ মে ৷

পঞ্চম দফায় দেশে ভোট পড়ল 57.47%

বিহার 52.60 %

জম্মু-কাশ্মীর 54.49%

ঝাড়খণ্ড 63.00%

লাদাখ 67.15%

মহারাষ্ট্র 48.88%

উড়িষ্যা 60.72%

উত্তরপ্রদেশ 57.79%

পশ্চিমবঙ্গ 73.00%

error: Content is protected !!