মধ্যপ্রদেশের কাটনি থেকে এবার একটি ভিডিও সামনে এল। যেখানে জিআরপি আধিকারিক এক দলিত মহিলাকে মারধর করছেন বলে দেখা যায়। ওই মহিলার সঙ্গে তাঁর কিশোর নাতিকেও জিআরপি আধিকারিক মারধর করেন। ভিডিয়োতে (Video) যা উঠে আসতেই, তা নিয়ে ছড়ায় চাঞ্চল্য। কেন বা কী কারণে ওই দলিত মহিলা এবং তাঁর নাতিকে লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করা হল, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের কাটনি থেকে যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, তা ১০ মাস আগের। তবে সেই সময় তা নজর এড়িয়ে যায়। কী কারণে ওই মহিলাকে মারধর করা হল, সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। কাটনির ঘটনার পর ওই দলিত মহিলা জানান, তাঁকে এবং নাতিকে ধরে নিয়ে যাওয়া হয় কোনও এক আধিকারিকের নির্দেশে। এরপর তাঁকে মারধর করা হয় প্রায় সারা রাত জুড়ে। তাঁর ছেলের কথা জানতে চান জিআপরি আধিকারিকরা। ছেলে কোথায়, তা জানেন না বলতেই ফের মারধর শুরু হয়। তাঁর নাতিকেও ছাড়া হয়নি। রাতভর তাঁকে আটকে রেখে মারধর করলে, তিনি জল পিপাসায় ছটফট করেন। জল চাইলে, তাঁকে ফের মারধর করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। মারধর জেরে দলিত মহিলা ৫দিন হাসপাতালে ভর্তি ছিলেন।
Related Posts
ফের ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের ২২টি বগি, আহত ২০
শনিবার সকাল সকাল ফের রেল দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে ৷ উত্তর প্রদেশের কানপুরের কাছে লাইনচ্যুত হয় বারাণসী থেকে আহমেদাবাদগামী ১৯১৬৮ সবরমতী এক্সপ্রেস ৷ ওই ট্রেনে মোট ১৩০০ যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ এদিন রাত ২ টো ৩০ মিনিট নাগাদ কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে ট্রেনের অন্তত ২২টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে ৷ […]
রাহুল গান্ধির হেলিকপ্টারে ‘তল্লাশি’ চালাল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড
একদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছিল আয়কর দফতরের বিরুদ্ধে। এবার রিপোর্টে দাবি করা হল, তামিলনাড়ুতে তল্লাশি চালানো হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে। তবে জানা যাচ্ছে, সোমবার সকালের এই তল্লাশি চালিয়েছিলেন নির্বাচনী আধিকারিকরা। রিপোর্ট অনুযায়ী, কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে যাওয়ার জন্য হেলিকপ্টারে করে তামিলনাড়ুর নীলগিরিতে যান রাহুল গান্ধী। তাঁর হেলিকপ্টার সেখানে অবতরণ […]
নতুন সংসদ ভবনের ছাদ চুঁইয়ে পড়ছে জল!
নতুন সংসদ ভবনের ছাদে ‘লিক’, সময়মতো সনাক্ত করা হয়েছে ও তা ঠিক করাও হয়েছে। বিরোধীদের নিশানার মুখে এমনটা জানিয়ে এবার সংসদ ভবন সূত্রে কারণ স্পষ্ট করা হল। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় নবনির্মিত সংসদ ভবনের একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা যায় টিপটিপ […]