লোকসভা নির্বাচনের পর টলিপাড়ায় একাধিক ছবির মুক্তির কথা শোনা যাচ্ছে। এর মধ্যে বেশ কিছু ছবির মুক্তির দিন আগেই ঘোষণা করা হয়েছিল। যেমন, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘আমার বস’। ঘোষণা করা হয়েছিল, ছবিটি আগামী ২১ জুন মুক্তি পাবে। কিন্তু এখন টলিপাড়ার অন্দরে গুঞ্জন, ছবিটির মুক্তি নাকি পিছিয়ে যাচ্ছে। ২১ বছর পর আবার এই ছবির মাধ্যমে বাংলা ছবিতে প্রত্যাবর্তন করছেন রাখি গুলজার। তাই ছবিটি নিয়ে শুরু থেকেই দর্শকের কৌতূহল ছিল। ঘোষণার পরেও নির্মাতারা ছবি মুক্তি পিছিয়ে দেওয়ার কথা কেন ভাবছেন? খোঁজ নিতে গিয়ে বিভিন্ন তথ্য উঠে আসছে। যেমন, এই মুহূর্তে নন্দিতা-শিবপ্রসাদ প্রয়োজিত ‘দাবাড়ু’ ছবিটি প্রেক্ষাগৃহে চলছে। ছবিটি দর্শকের মন জয় করছে। এমতাবস্থায় নতুন ছবি নিয়ে আসতে চাইছেন না নির্মাতারা। রাখির প্রত্যাবর্তন বাংলা ছবির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই নির্মাতারা যে এই ছবি সঠিক সময়ে এবং যথাযথ প্রচারের পরেই রিলিজ় করবেন, তা অনুমান করা যায়। তাই অল্প সময়ে তাঁরা ঝুঁকি নিতে চাইছেন না বলেই খবর। শিবপ্রসাদ বললেন, ‘‘আমার অ্যাক্সিডেন্টের জন্য অনেক কিছুই পিছিয়ে গিয়েছে। ‘বহুরূপী’র শুটিং নির্ধারিত সময়ের প্রায় দেড় মাস পরে আমরা শেষ করেছি। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। খুব তাড়াতাড়ি আমরা কিছু ঘোষণা করব।’’ চলতি বছর পুজোয় নন্দিতা-শিবপ্রসাদ জুটি নিয়ে আসবেন ‘বহুরূপী’। তাই ‘আমার বস’ কবে মুক্তি পাবে, তা জানার অপেক্ষা।
Related Posts
স্বস্তিকা মুখার্জির ফেসবুক পেজে হ্যাকার হানা
হ্যাকারদের কবলে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জীর ফেসবুর পেজ। হ্যাক হওয়ার কথা জানিয়ে স্বস্তিকা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর অনুগামীদের সতর্ক করে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেছেন- ‘আমার ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আমার টিম সমস্যা সমাধানের জন্য কাজ করছে। যদি আপনি কোনও অবমাননাকর বা অশ্লীল পোস্ট দেখতে পান, দয়া করে এড়িয়ে যাবেন। জেনে নেবেন সেটি আমি নই’। View […]
শুটিং শুরু বরুণ-জাহ্নবীর ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-র
আবারও একবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কাপুর । ‘বাওয়াল’-এর পর তাঁদের দ্বিতীয় ছবির নাম আগেই ঘোষণা করেছিলেন প্রযোজক করণ জোহর। ছবির নাম “সানি সংস্কারী কি তুলসি কুমারী’। শুরু হয়েছে এই ছবির শুটিং। ছবিতে বরুণ, জাহ্নবী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে রোহিত সুরেশ সরফ, অক্ষয় ওবেরয়, মণীশ পাল-সহ আরও অভিনেতা-অভিনেত্রীদের।
রক্তদান করে মনোনয়ন জমা দিলেন দেব, দিলেন ‘যত ভোট, তত গাছ’-এর স্লোগান
মনোনয়ন জমা দিয়ে যাওয়ার আগে ঘাটাল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান করে তারপর মনোনয়ন জমা দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী তথা তারকা দেব। তার পরে দেব বললেন, ‘‘মন্দির-মসজিদে আমি পরেও যেতে পারব। কিন্তু এই বিশেষ দিনে আমি চেয়েছিলাম সচেতনতার বার্তা দিতে।’’ তাঁর কথায়, ‘‘আমি ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান। আমি জেনেছি, এই প্রবল গরমে ব্লাড […]