একদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহরা দাবি করছেন, এনডিএ চারশো আসন পার করবে৷ রেকর্ড সংখ্যক আসন নিয়ে ক্ষমতায় ফিরবে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে প্রায় প্রতিটি জনসভাতেই দাবি করছেন, লোকসভা নির্বাচনে গোটা দেশে দুশো-র গণ্ডি পেরোবে না বিজেপি৷ এ দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করলেন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যেই প্রত্যাশিত আসন সংখ্যায় পৌঁছতে পারবে না বিজেপি৷ তৃণমূলনেত্রী এ দিন বলেন, ‘আপনারা কি মনে করেন বিজেপি কি ক্ষমতায় আসবে?এবার উত্তর প্রদেশে ভাল লড়াই করছে অখিলেশ।বিহারে এত সিট পাবেন? চেন্নাইতে সিট পাবেন? শূন্য পাবেন। কর্ণাটকে আগের বার সব সিট পেয়েছিলেন। এবার পাবেন না।’ এ দিনের সভা থেকে ফের একবার ২৬ হাজার শিক্ষকের চাকরি হারানো নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে যে ক্যাগ রিপোর্ট রয়েছে, সেগুলি কেন প্রকাশ করা হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মমতা৷ পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়লেও আউশগ্রাম বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে৷ ফলে এ দিনও আউশগ্রামের জনসভা থেকে জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রশংসা শোনা যায় মমতার মুখে৷ তৃণমূলনেত্রী বলেন, ‘কেস্টর কেস এ কী আছে আমি জানি না। ওটা আইন আইনের পথে চলবে। তবে গরিব কেউ গেলে খালি হাতে ফিরে আসত না। ও জেলাটাকে হাতের তালুর মতো চিনত।’
Related Posts
গভীর রাতে নৈহাটির তৃণমূল কার্যালয়ের সামনে বোমাবাজি
সপ্তম দফা নির্বাচন মিটতে না মিটতেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পুরসভা অঞ্চলের ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটল। সিসিটিভি-তে দেখাও যাচ্ছে, তৃণমূল কার্যালয়ের সামনে বোমা ফাটল। নৈহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন। শাসকদলের তরফে এমনও বলা হল, ২০১৯ -র […]
সাগর-সুন্দরবন সহ জেলাজুড়ে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, ভাঙল বাড়ি-দোকান-গাছ
রবিবার মধ্যরাতে স্থলভাগে আছড়ে পড়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল। মূল ভূখণ্ডে আছড়ে পড়ার পর সাগরদ্বীপ-সহ দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় রাতভর তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার ভোর থেকেই দক্ষিণ ২৪ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হওয়ার দাপটও। সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ঘণ্টায় ৯০ […]
৭ দফা দাবিতে বুধবার থেকে ৩ দিনের ট্রাক ধর্মঘটে মালিকরা
পুলিসি জুলুম, ওভারলোডিং সহ মোট ৭ দফা দাবিতে বুধবার থেকে ৩ দিনের ধর্মঘটে ট্রাক মালিকরা। সামনেই পুজো তার আগে এই ধর্মঘট জিনিসপত্রের দামে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেডারেশন অফ ওয়েষ্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ঘোষ বলেন, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। আর নয়।সজল ঘোষ সংবাদমাধ্যমে বলেন, বাংলার ট্রাক মালিকরা এই […]