উত্তরপ্রদেশে একসঙ্গে আট বার ভোট দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। সমাজমাধ্যমে তাঁর ভোট দেওয়ার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একটি বুথে ঢুকে ইভিএমে পর পর আট বার বিজেপির বোতাম টিপছেন তিনি। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ। কংগ্রেস, সমাজবাদী পার্টির নেতারা একযোগে ওই ভিডিয়ো শেয়ার করেছেন। তার পর যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, ইভিএমে পর পর আট বার ভোট দিচ্ছেন তিনি। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ রাজপুত। তাঁর নামের পাশেই ভোট দিয়েছেন তিনি। নিজেই এই কীর্তির ভিডিয়ো তুলেছেন মোবাইলে। যা ছড়িয়ে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে নয়া গাঁও থানায় অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। প্রতীত ত্রিপাঠী নামে এক জন অভিযোগ দায়ের করেন থানায়। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্বাচন কমিশনও ভিডিয়ো নিয়ে পদক্ষেপ করেছে।
Related Posts
এয়ারপোর্টের ছাদ ফুটো হয়ে অঝোরে পড়ছে জল, আদানিকে তুলোধোনা তৃণমূলের
একের পর এক বিপত্তির মুখে বিমানবন্দর। দিল্লি-রাজকোটের পর এবার গুয়াহাটি। কিছুদিন আগেই প্রবল বৃষ্টির জেরে বিমানবন্দরের ছাদের একটি অংশ ভেঙে পড়ে। এবার বিমানবন্দরের ছাদ ফুটো হয়ে অঝোরে পড়ছে বৃষ্টির জল। জল থেকে বাঁচতে চারিদিকে লোক ছুটে বেড়াচ্ছে। বিমানবন্দরের ভিতরের এক ক্যাফেতে কর্মচারীরা কম্পিউটার, ইলেকট্রনিকস জিনিস জল থেকে বাঁচাতে দৌড়াদৌড়ি করছে। ঘটনাটি ঘটে, গুয়াহাটি বিমানবন্দরে। জানা […]
‘বাংলাদেশের ভিডিওকে আপনি পশ্চিমবঙ্গের বলে চালিয়ে দিলেন’? বিজেপি নেতা অমিত মালব্যর ফেক পোস্ট নিয়ে সরব দেবাংশু ভট্টাচার্য
আরজি কর হাসপাতালের ঘটনার মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই অবস্থায় এই ঘটনা সংক্রান্ত কোন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে সেটা যাচাই করে তবেই পোস্ট করা উচিত বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। কলকাতা পুলিশ ইতিমধ্যেই ভুয়ো পোস্টের জন্য বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এবার তৃণমূল কংগ্রেসের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য অমিত মালব্যের বিরুদ্ধে […]
‘সিবিআই খুঁজে কিছুই পায়নি, আমি আর সায়নী এখনও খুঁজছি’, সোশাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক পোস্ট মহুয়ার
সায়নী আর আমি এখনও আমাদের কেন্দ্রে বিজেপি’র প্রতিদ্বন্দ্বীদের খুঁজে চলেছি ৷” ‘ক্যাশ ফর কোয়ারি’ তদন্তে নেমে তাঁর কলকাতা, কৃষ্ণনগরের বাসভবনে সিবিআই তল্লাশিকে ঠিক এই ভাষাতেই ব্যঙ্গ করলেন মহুয়া মৈত্র ৷ কৃষ্ণনগরের সাংসদের (যদিও এখন খারিজ) বাড়িতে সিবিআই অভিযানকে ইতিমধ্যেই বিজেপি’র ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে দাবি করেছে তৃণমূল ৷ রাতের দিকে খোদ মহুয়ার তরফে সোশাল মিডিয়ায় এল […]