উত্তর প্রদেশে নৃশংস হত্যাকাণ্ড৷ নিজের মা, স্ত্রী, সন্তান সমেত পাঁচ জনকে খুন করে নিজেও আত্মঘাতী হলেন এক ব্যক্তি৷ হাড় হিম করা এই ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরে৷ যে ব্যক্তি এই হত্যালীলা চালিয়েছেন, তাঁর নাম অনুরাগ সিং (৪২)৷ জানা গিয়েছে, নিজের ৬৫ বছর বয়সি মা-কে প্রথমে গুলি করে খুন করেন ওই ব্যক্তি৷ এর পর হাতুড়়ি দিয়ে নিজের স্ত্রী প্রিয়াঙ্কাকে (৪০) আঘাত করে হত্যা করেন তিনি৷ তার পর নিজের অশ্বিনী (১২), অর্ণা (৯) এবং অদ্ভিক (৬) বছর বয়সি তিন সন্তানকে বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলে খুন করেন তিনি৷ শেষ পর্যন্ত নিজেও আত্মঘাতী হন তিনি৷ এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত ছিলেন৷ অনেক দিন ধরেই তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর চেষ্টা করছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ কিন্তু রাজি ছিলেন না অনুরাগ৷ তাঁর মানসিক সমস্যাও ছিলেন বলে খবর৷ এ দিন সকালেও মদ্যপ অবস্থায় ছিলেন অনুরাগ৷ তখনই নেশামুক্তি কেন্দ্রে পাঠানো নিয়ে ফের তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের বাদানুবাদ হয়৷ এর পরই শুরু হয় অনুরাগের তাণ্ডব৷ মা, স্ত্রী এবং তিন সন্তানকে হত্যা করার পর নিজেকেও গুলি করেন অনুরাগ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাকি দেহগুলির মধ্যে একমাত্র ৬ বছরের অদ্ভিক জীবিত রয়েছে৷ কিন্তু তাকে উদ্ধার করে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই বাড়ির সামনে ভিড় জমায়৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
Related Posts
ভোট গণনার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার
লোকসভা নির্বাচনের ভোট গণনার আগে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন নির্বাচন কমিশনার রাজীব কুমার ৷ আজ দিল্লিতে দুই নির্বাচন কমিশনারকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মুখ্য নির্বাচন কমিশনার ৷ দেশের সাধারণ নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার নির্বাচনের সমাপ্তি নিয়ে সাংবাদিক বৈঠক করছে নির্বাচন কমিশন। গত 19 এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সাত দফায় শেষ […]
সাতসকালে রাজৌরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, আহত ১ জওয়ান
রাজৌরির সেনাঘাঁটিতে বড়সড় জঙ্গিহানার খবর মিলল সোমবার সাতসকালেই কেঁপে ওঠে জম্মুর সেনা ছাউনি। আহত হন এক জওয়ান। পালটা জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু করেছে সেনাও। গুলির শব্দে কেঁপে উঠছে উপত্যকা। গোটা এলাকায় নেমেছে সেনা, চলছে তল্লাশি অভিযান। সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার রাজৌরির গুন্ধা এলাকার একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের কাছে বিপুল […]
একটানা বৃষ্টির জেরে জলমগ্ন জম্মু -কাশ্মীর, মৃত ৩ নাবালিকা সহ ৪
গত চার দিনে জম্মু ও কাশ্মীরে অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যায় তিন নাবালক সহ চারজনের মৃত্যু হয়েছে। কর্মকর্তারা বলেছেন, 350 টিরও বেশি পরিবারকে স্থানান্তরিত করা হয়েছে, অনেক গবাদি পশু মারা গেছে এবং কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ উপত্যকায় স্কুল বন্ধ করে দিয়েছে এবং কাশ্মীর বিশ্ববিদ্যালয় মঙ্গলবারের জন্য নির্ধারিত সমস্ত পরীক্ষা স্থগিত করেছে। ভূমিধস এবং আকস্মিক […]