শনিবার বিকেল ৪ টায় সাংসদদের নিয়ে বৈঠক কালীঘাটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এই বৈঠক হতে চলেছে বলে সূত্রের খবর। জয়ের পর নবনির্বাচিত সাংসদদের সঙ্গে প্রথম বৈঠক দলনেত্রীর। ২০২৪-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ২৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল। চারদিকে শুধুই সবুজ আবির। পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতেই শনিবারের বৈঠক। ২৯ জন সাংসদকে নিয়ে এই বৈঠক হতে চলেছে। প্রথা মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সাংসদদের বৈঠক হবে। এই বৈঠক গুরুত্বপূর্ণ। কারণ, ইন্ডিয়া ব্লকে রয়েছে তৃণমূলও। আর দিল্লির রাজনীতিতে এবার ইন্ডিয়ার ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বুধবারই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন দিল্লিতে। পরবর্তীকালে জোট ইন্ডিয়ার শরিক হিসাবে তৃণমূল কংগ্রেস কী কী পদক্ষেপ করবে তার সিদ্ধান্তও হতে পারে এই বৈঠকেই। পাশাপাশি মু্খ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছ মঙ্গলবার।
Related Posts
শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী
শেষ দফার নিবার্চনের আগে কলকাতায় প্রথম রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক ঝলক প্রধানমন্ত্রীকে দেখার জন্য ঘণ্টা তিনেক ধরে রাস্তার পাশে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। প্রধানমন্ত্রী এলেন ৭.১০ মিনিটে। শুরু হল রোড শো। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শুরু হয়ে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মোদির রোড শো শেষ হয় এদিন। প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় […]
আরজি করকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
ধর্ষণ-খুন মামলায় গ্রেফতার টালা থানার ওসি, গ্রেফতার করা হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও। সিবিআইয়ের হাতে গ্রেফতার হন ওসি অভিজিৎ মণ্ডল । এর আগে সন্দীপকে আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল। এবার এই মামলাতেও শ্যোন অ্যারেস্ট করা হল। অন্যদিকে ৯ অগস্টের ঘটনায় পরদিনই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কলকাতা পুলিশ গ্রেফতার করলেও পরে […]
আজ থেকে আংশিকভাবে কাজে যোগ দিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা
রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের পর শনিবার থেকে আংশিকভাবে কাজে ফিরলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা ৷ সাধারণ মানুষের কথা ভেবে জরুরি পরিষেবায় ফিরছেন তাঁরা ৷ তবে তাঁদের সমস্ত দাবি পূরণ না হলে ফের কর্মবিরতি শুরু করবেন বলে শুক্রবার সাফ জানিয়ে দেন জুনিয়র চিকিৎসকরা ৷ আরজি কর-কাণ্ডে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৭ সেপ্টেম্বর । সেই দিন পর্যন্তই রাজ্য […]