মেট্রোয় ফের বিদ্যুৎ বিভ্রাট। আজ, বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ এসপ্লানেড থেকে ময়দান এই দুটি স্টেশনের মাঝে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। বেশ কিছুক্ষণ পরিষেবা ব্যাহত হয়। প্রায় ৫০ মিনিট বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকে। খবর পেয়ে দ্রুত মেরামতি করে ৯টা নাগাদ পরিষেবা স্বাভাবিক করা হয়। মেট্রোর তরফে জানানো হয়েছে, এই ঘটনার জেরে কোনও মেট্রোই বাতিল করা হয়নি। আজ, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় এমনিতেই মেট্রো কম চলবে বলে আগেই জানানো হয়েছিল। ২৮৮টির বদলে, এদিন নর্থ-সাউথ করিডরে ২৩৪টি মেট্রো চলবে। মেট্রোযাত্রীরা বলছেন সকাল ৭টা ৩৬ মিনিটে শহিদ ক্ষুদিরামে যে মেট্রো ছেড়েছিল, তা রবীন্দ্রসদনে পৌঁছয় ৮টা ৪৭ মিনিটে। বেলা গড়াতেও দুর্ভোগের মীমাংসা হয়নি। ঠিক কী কারণে সমস্যা তা নিয়ে এখনও পর্যন্ত কলকাতা মেট্রোর তরফে বিবৃতি দেওয়া হয়নি। স্টেশনে এবং মেট্রোর মধ্যে ঘোষণা করা হচ্ছে, লাইন ‘ক্লিয়ার’ হলে তবেই ট্রেন ছাড়বে। অফিস টাইমে এইভাবে প্রতি স্টেশনে মেট্রো থমকে যাওয়ায় কাজে যেতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।
Related Posts
আরজি কর হাসপাতালে কাণ্ডে শিয়ালদা আদালতে সিবিআইয়ের দেওয়া তথ্যে গণধর্ষণের উল্লেখ নেই
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর তাতে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করলেও তদন্ত করছে সিবিআই। তাই মূল অভিযুক্ত সঞ্জয় রায় এখন সিবিআই হেফাজতে। সেখানে তাকে দফায় দফায় জেরা করা হয়েছে। শুক্রবার তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। তবে সিবিআই যে রিমান্ড নোট […]
শক্তি হারাছে নিম্নচাপ, আজও দিনভর বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের জেরে শনিবার থেকেই একটানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী। পশ্চিমের জেলাগুলিতে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপের অবস্থান করছে। শক্তি হারিয়ে শক্তিশালি নিম্নচাপে পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এই নিম্নচাপ পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তীসগঢ়ের দিকে এগোতে পারে। সোমবার দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস […]
আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কলকাতা ও বারসতে বিক্ষোভ মিছিল বাম সংগঠন গুলির
আরজি করের পড়ুয়া চিকিৎসকের মৃত্যুতে উত্তপ্ত রাজনৈতির মহল ৷ মঙ্গলবার কলকাতা ও উত্তর ২৪ পরগনার বারসতে দফায় দফায় বিক্ষোভ দেখাল সিপিএম ও শ্রমিক সংগঠন সিটু ৷ সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর জেলাশাসক দফতরের অভিযান ঘিরে মঙ্গলবার ধুন্ধুমার পরিস্থিতি বাঁধল বারাসতে। কলকাতার মিছিলে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইটিইউসি, এআইসিসিটিইউ, এআইইউটিইউসি, টিইউসিসি, এইচএনএস, আইএনটিইউসি, ইউটিইউসি’র নেতৃবৃন্দ। আরজি করে পড়ুয়া […]