এবার পশ্চিমবঙ্গের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব দিতে শুরু করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) আওতায় পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের আবেদনকারীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যগুলির কমিটির মাধ্যমে সেই কাজটা করা হচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে। অর্থাৎ দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের আবেদনকারীদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে। প্রথম দফায় গত ১৫ মে নয়াদিল্লির আবেদনকারীদের হাতে নাগরিকত্ব তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। চতুর্থ দফার ভোটগ্রহণের ঠিক পরেই এবং পঞ্চম দফার ভোটগ্রহণের আগে সেই কাজটা করা হয়েছিল। আর দ্বিতীয় দফায় যেদিন নাগরিকত্ব প্রদানের বিষয়টি ঘোষণা করা হল, তার দু’দিন পরেই সপ্তম দফার ভোটগ্রহণ হতে চলেছে। সপ্তম দফায় পশ্চিমবঙ্গের যে ন’টি কেন্দ্রে (কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, যাদবপুর, জয়নগর, মথুরাপুর, বারাসত, বসিরহাট এবং দমদম), ভোটগ্রহণ হতে চলেছে, সেগুলির মধ্যে কোনও আসনেই মতুয়া-অধ্যুষিত নয়। যে মতুয়া ভোটব্যাঙ্ক ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির দিকে গিয়েছিল। সেইসময় সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় নাগরিকত্ব প্রদানের আশ্বাস দিয়েছিল বিজেপি। আর এবার সপ্তম দফার যে ন’টি কেন্দ্রে ভোট হচ্ছে, সেখানে সংখ্যালঘু ভোট আছে।
Related Posts
উত্তরপ্রদেশে বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত শিশু সহ ৪, আহত ৬
বাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ ৷ বিকট আওয়াজে ধসে পড়ল বাড়ি ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু এক শিশু-সহ ৪ জনের ৷ আহত আরও ৬ জন ৷ সোমবার রাতে বাজির গুদামে বিস্ফোরণের ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নউশেরায় ৷ জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ ওই বাজির গুদামে কোনও কারণে আগুন লেগে যায় ৷ কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ […]
অগ্নিপথ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা, যুদ্ধের জন্য বাহিনীকে সবসময় ফিট রাখতেই এই প্রকল্প: মোদি
সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য ফিট রাখতেই অগ্নিপথ প্রকল্প ৷ এটি সেনাবাহিনীর প্রয়োজনীয় সংস্কারের একটি দৃষ্টান্ত ৷ কার্গিল যুদ্ধ বিজয়ের ২৫ তম বার্ষিকীতে এভাবেই অগ্নিপথ নিয়ে বিতর্কের নিরসন করতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর অভিযোগ, অগ্নিপথ প্রকল্প নিয়ে রাজনীতি করছে বিরোধীরা ৷ প্রধানমন্ত্রী এদিন বলেন, “অগ্নিপথের লক্ষ্য হল বাহিনীকে তরুণ করা…অগ্নিপথের লক্ষ্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য […]
মুজাফফরপুরে ১৪ বছরের দলিত নাবালিকাকে অপহরণ করে ৫জন মিলে গণধর্ষণ, স্তন কেটে নৃশংস অত্যাচারের পর গোপনাঙ্গ ৫০ বারের বেশি ছুরিকাঘাত করে খুন!
একটি ১৪ বছর বয়সী দলিত মেয়েকে তার বাড়ি থেকে অপহরণ করা হয়েছে, বিহার মুজাফফরপুর জেলায় গণধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যা বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে চিহ্নিত করেছে। নবম শ্রেণির ড্রপআউট মেয়েটিকে রবিবার রাতে তার বাবা-মায়ের উপস্থিতিতে পারু থানা এলাকায় তার বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়। সোমবার একটি পুকুরে […]