দেশবাসীকে ভোটদানের আর্জি জানালেন মোদি – শাহ

আজ থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। তার মধ্যে তামিলনাড়ুর ৩৯ আসনেই হচ্ছে ভোট। এছাড়া রাজস্থানের (‌১২)‌, উত্তরপ্রদেশের (‌৮)‌, মধ্যপ্রদেশের (‌৬)‌, উত্তরাখণ্ডের (‌৫)‌, অরুণাচল প্রদেশের (‌২)‌, মেঘালয়ের (‌২)‌, আন্দামান ও নিকোবরের (‌১)‌, মিজোরামের (‌১)‌, নাগাল্যান্ডের (‌১)‌, পুডুচেরির (‌১)‌, সিকিমের (‌১)‌, লাক্ষাদ্বীপের (‌১)‌ মহারাষ্ট্রের (‌৫)‌, অসমের (‌৫)‌, বিহারের (‌৪)‌, পশ্চিমবঙ্গে (‌৩)‌, মণিপুরের (‌২)‌ ও ত্রিপুরা, জম্মু–কাশ্মীর ও ছত্তিশগড়ের একটি করে আসনে চলছে ভোটগ্রহণ। পাশাপাশি বিধানসভা নির্বাচন চলছে অরুণাচল প্রদেশের (‌৬০)‌ ও সিকিমের (‌৩২)‌ আসনে। এদিকে, শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘‌প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।’‌ ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‌আজ গুরুত্বপূর্ণ দিন। দেশে শুরু হল নির্বাচন। সব ভোটারদের কাছে আবেদন, নিজের ভোটটা দিন।’‌ ভোটদানের আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও।

error: Content is protected !!