আজ থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচন ২০২৪। ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২ টি আসনে প্রথম দফায় ভোটগ্রহণ চলছে। তার মধ্যে তামিলনাড়ুর ৩৯ আসনেই হচ্ছে ভোট। এছাড়া রাজস্থানের (১২), উত্তরপ্রদেশের (৮), মধ্যপ্রদেশের (৬), উত্তরাখণ্ডের (৫), অরুণাচল প্রদেশের (২), মেঘালয়ের (২), আন্দামান ও নিকোবরের (১), মিজোরামের (১), নাগাল্যান্ডের (১), পুডুচেরির (১), সিকিমের (১), লাক্ষাদ্বীপের (১) মহারাষ্ট্রের (৫), অসমের (৫), বিহারের (৪), পশ্চিমবঙ্গে (৩), মণিপুরের (২) ও ত্রিপুরা, জম্মু–কাশ্মীর ও ছত্তিশগড়ের একটি করে আসনে চলছে ভোটগ্রহণ। পাশাপাশি বিধানসভা নির্বাচন চলছে অরুণাচল প্রদেশের (৬০) ও সিকিমের (৩২) আসনে। এদিকে, শুক্রবার সকালে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘প্রত্যেকটি ভোটের গুরুত্ব আছে, প্রতিটি কন্ঠস্বরই গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতাদের আমি বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।’ ভোটদানের আর্জি জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আজ গুরুত্বপূর্ণ দিন। দেশে শুরু হল নির্বাচন। সব ভোটারদের কাছে আবেদন, নিজের ভোটটা দিন।’ ভোটদানের আর্জি জানিয়েছেন কংগ্রেস নেতা পি চিদম্বরমও।
Related Posts
রণকৌশল ঠিক করতেই শরদ পাওয়ারের বাড়িতে বৈঠকে তৃণমূল
শেয়ার কেলেঙ্কারি ইস্যুতে সোমবার মুম্বই পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। ইতিমধ্যেই শেয়ার কেলেঙ্কারি নিয়ে সরব তৃণমূল কংগ্রেস। শরদ পাওয়ারের সঙ্গে এই নিয়ে এক প্রস্থ বৈঠক করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,সাগরিকা ঘোষ, সাকেত গোখলে। মঙ্গলবারই মুম্বইয়ের সেবি অফিসে যাবেন তাঁরা। সেবি অফিসে যাওয়ার আগেই শরদ পাওয়ারের সঙ্গে মিটিং সারলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের আরও দুই সাংসদ। মঙ্গলবার বেলা ১০:৪৫ মিনিট […]
কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১৩ তীর্থযাত্রী
পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কের উপর মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ শুক্রবার ভোরে কর্ণাটকের হাভেরি জেলায় ব্যাডগি তালুকের গুন্দেনাহাল্লি ক্রসিংয়ের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে । এদিন একটি টেম্পো ট্রাভেলার (টিটি) গাড়ি গুন্দেনাহাল্লি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় ৷ ঘটনায় দুই শিশু-সহ 13 জনের মৃত্যু হয়েছে । জানা গিয়েছে, নিহতরা শিবমোগা জেলার ভদ্রাবতী […]
কুয়েতের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ভারতীয়দের দেহ, শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করাচ্ছে কেন্দ্র
কুয়েতের অগ্নিকাণ্ডে নিহতদের অধিকাংশেরই দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন যে, দেহ দেখে তাঁদের শনাক্ত করাই কার্যত অসম্ভব হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। নিহত ভারতীয়দের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কুয়েতে পৌঁছে গিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। তিনি […]