নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। জাতীয় পতাকা হাতে পুলিশকে লক্ষ্য করে ইট ও পাথর ছোড়া হয়। অভিযোগ, সাঁতরাগাছিতে ব্যারিকেড ভাঙতেই পালটা লাঠিচার্জ পুলিশের। পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ। ফাটানো হয়েছে টিয়ার গ্যাসের শেল। এদিকে, হাওড়া ব্রিজেও চলছে তুমুল অশান্তি। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশের জলকামান। ফোরশোর রোডেও ধরা পড়ে একই অশান্তির ছবি। মিছিলকারীদের ছোড়া ইটের ঘায়ে হাওড়ায় জখম হয়েছেন এক পুলিশকর্মী। মাথা ফেটে গিয়েছে তাঁর। তবে বেলা বাড়তেই বদলে যায় সাঁতরাগাছি, ফোরশোর রোড, হাওড়া ব্রিজের চেহারা। প্রথমে সাঁতরাছিতে ব্যারিকেড ভাঙতে শুরু করেন আন্দোলনকারীরা। বেশ কয়েকটি ব্যারিকেড ভেঙেও ফেলেন তাঁরা। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়ে। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের শেলও ফাটানো হয়। হাওড়া ব্রিজে আন্দোলনকারীদের হঠাতে জলকামান কাজে লাগানো হয়। ইতিমধ্যে হাওড়া ও সাঁতরাগাছি স্টেশন চত্বরেও বাড়তে থাকে জমায়েত। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে ফের কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ইটবৃষ্টিতে এক পুলিশ অধিকারিক এবং একজন র্যাফের মাথা ফেটে যায়।
Related Posts
আসানসোলে পুলিশের উপর হামলা, গুরুতর জখম সিভিক ভলান্টিয়ার
বিক্ষোভ এবং জনরোষের খবর পেয়ে পুলিশ গিয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। গ্রামবাসীদের পালটা ক্ষোভ গিয়ে পড়ল পুলিশের উপরেই। ভাঙচুর করা হলো পুলিশের বেশ কয়েকটি গাড়ি। মারধর করা হল পুলিশকে। ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার গুরুতরভাবে জখম হয়েছেন বলে খবর। আসানসোল উত্তর থানার অন্তর্গত ভানোরা খোলামুখ খনি ও ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকার ঘটনা। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত […]
ছেলেধরা গুজব অব্যাহত, এবার বনগাঁয় শিশু চোর সন্দেহে মারধর
রাজ্যে কিছুতেই বন্ধ হচ্ছে না ছেলেধরার গুজব। বারাসত, খড়দার পর এবার বনগাঁয় ছেলেধরা সন্দেহে এক ভবঘুরেকে বেধরক গণপ্রহার করার অভিযোগ উঠল। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই ভবঘুরেকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মারধরের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, ছেলেধরা গুজব রুখতে নিয়মিত প্রচার চালাচ্ছে পুলিশ। অথচ উত্তর ২৪ পরগনাতেই গত কয়েকদিন ধরে বারবার এই ঘটনা ঘটছে। যার […]
ফের বিজেপির রাজ্য নেতৃত্বকে নিশানা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতেও রাজি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ
ভোটের ফল বেরনোর পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেছিলেন৷ পাশাপাশি, নিজের দলের রাজ্য নেতৃত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে তিনি জানিয়ে দিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতেও কোনও আপত্তি নেই তাঁর৷ শুধু তাই নয়, নিজের দলের কৌশলকেই কার্যত প্রশ্নের মুখে ফেলে দিয়ে সৌমিত্র খাঁ বলেন, […]